TRENDING:

Insects Attack : আলো জ্বালালেই ঘরে ঢুকে পড়ছে পোকা? এই সহজ উপায়ে এক সেকেন্ডে পালাবে সব রকম পোকা-মশা!

Last Updated:
Insects Attack: আলো জ্বালালেই ঘরে ঢুকে যায় পোকা? শ্যামা পোকা থেকে শুরু করে সব পোকা কালী পুজোর আগে কেন ঢুকে পড়ে ঘরে? জানুন কীভাবে তাড়াবেন!
advertisement
1/7
আলো জ্বালালেই ঘরে ঢুকে পড়ছে পোকা? এই সহজ উপায়ে এক সেকেন্ডে পালাবে সব পোকা-মশা!
আলোর উৎসব আসছে সামনে। অথচ ঘরে আলো জ্বালানোর উপায় নেই। চতুর্দিক থেকে আলো দেখতে পেয়ে দলে দলে ছুটে আসছে নানা রকম পোকার দল। পোকার উপদ্রবে রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়ছেন মানুষ। মানুষ তো কোন ছাড়, তৈরি করে রাখা খাবারও ছাড় পাচ্ছে না পোকার আক্রমণ থেকে।(Reported By:Nayan Ghosh)
advertisement
2/7
পোকার উপদ্রবে অতিষ্ট মানুষ রীতিমতো বিরক্ত। কিন্তু ঘরোয়া কিছু উপায়ে এই পোকার আক্রমণ থাকে রক্ষা পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক সেরকম কিছু উপায়।(Reported By: Nayan Ghosh)
advertisement
3/7
কিন্তু প্রথমেই জানতে হবে হঠাৎ এত পোকার আক্রমণ কেন? পতঙ্গবীদ পাপাই ভট্টাচার্য জানিয়েছেন, এই সময় প্রত্যেক বছরই নানারকম কীটপতঙ্গের সংখ্যা বৃদ্ধি পায়। যে সমস্ত জায়গা গাছপালার সংখ্যা বেশি, সেই সমস্ত জায়গায় পোকা একটু বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। একইভাবে এই সময় মশার উৎপাত বেড়ে যায়। আর সমস্ত পোকার ধর্ম আলোর প্রতি আকর্ষিত হওয়া। কিন্তু লাইট বন্ধ করে রেখে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে না। কারণ আলো জ্বালালেই এই পোকাগুলি আবার ঝাঁকে ঝাঁকে উড়ে আসবে।(Reported By: Nayan Ghosh)
advertisement
4/7
এই বিষয়ে ওই পতঙ্গবীদ ঘরোয়া কিছু উপায় জানিয়েছেন। যার সাহায্যে পোকার আক্রমণ থেকে কিছু হলেও রেহাই মিলবে।(Reported By: Nayan Ghosh)
advertisement
5/7
তিনি জানিয়েছেন পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে নিম গাছের ডালের কোনও জুড়ি নেই। যে কোন লাইটের সামনে নিম গাছের ছোট ডাল ঝুলিয়ে রাখলে সেই গন্ধে পোকা আসবে না। সুগন্ধি তেলেও বোকা আসে না বলে তিনি জানিয়েছেন। ঘর মোছার সময় যদি সুগন্ধি তেল জল মধ্যে একটু মিশিয়ে দেওয়া যায়, অথবা জলের সঙ্গে একটু সুগন্ধি তেল মিশিয়ে স্প্রে করে দেওয়া যায়, তাহলে পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যেতে পারে।(Reported By: Nayan Ghosh)
advertisement
6/7
আরও একটি পরীক্ষিত উপায় সম্পর্কে ধারণা দিয়েছেন তিনি। বলেছেন, এক কাপ জলে এক চামচ বেকিং সোডা এবং একটু লেবুর রস মিশিয়ে তা লাইটের সামনে স্প্রে করতে হবে। তাহলে সেই ঝাঁঝালো গন্ধে পোকা দূরে থাকবে। নিম ডালের পাশাপাশি নিম তেলও ব্যবহার করা যেতে পারে। ঘরোয়া উপায় পোকা দূরে রাখতে এই উপায়টিও বেশ কার্যকরী। নিম তেল একটু জলের সঙ্গে মিশিয়ে ঘরে থাকা লাইটগুলির সামনে স্প্রে করে দিলে, পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যেতে পারে।(Reported By: Nayan Ghosh)
advertisement
7/7
এছাড়াও ই-কমার্স ওয়েবসাইট এবং বাজারে নতুন ধরনের ইনসেক্ট কিলার পাওয়া যাচ্ছে। যেগুলি থেকে ইউভি-রে বের হয়। সেই আলোর প্রতি বেশি আকর্ষিত হয় পোকার দল। কিন্তু এই ইনসেক্ট কিলার বাড়ির ছোট সদস্যদের থেকে দূরে রাখতে হবে। তবে তিনি পরামর্শ দিয়েছেন খুব প্রয়োজন না হলে ঘরোয়া উপায় গুলি আগে পরীক্ষা করা দরকার। সেগুলিতে সুফল না পেলে তখনই এই ইনসেক্ট কিলার ব্যবহার করা উচিত।(Reported By: Nayan Ghosh)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Insects Attack : আলো জ্বালালেই ঘরে ঢুকে পড়ছে পোকা? এই সহজ উপায়ে এক সেকেন্ডে পালাবে সব রকম পোকা-মশা!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল