TRENDING:

Indoor Plants: বাড়িতে রোগ লেগেই আছে? মুক্তি পেতে এখুনি ঘরে রাখুন এই গাছগুলি

Last Updated:
Indoor Plants: অন্দরসজ্জায় গাছের বিকল্প কিছুই হয় না। বেশ কিছু গাছ আছে, যারা অল্প আলো-হাওয়ায় দিব্যি মানিয়ে নিতে পারে।
advertisement
1/6
বাড়িতে রোগ লেগেই আছে? মুক্তি পেতে এখুনি ঘরে রাখুন এই গাছগুলি
প্রাকৃতিক উপায়ে খুব সহজেই ঘরবাড়ির বাতাসকে বিশুদ্ধ, শীতল করে তোলা যায়। এজন্য ঘরে রাখতে হবে নির্দিষ্ট কিছু গাছ। প্রাকৃতিক গুণাগুণ সমৃদ্ধ এসব গাছ বিভিন্ন ক্ষতিকর পদার্থ দূর করে ঘরের বাতাসকে বিশুদ্ধ করতে সহায়তা করে। গাছ যেমন মন ভালো রাখে সেই সঙ্গে শরীরও ভালো রাখে। উদ্ভিদ ছাড়া ঘরের সাজসজ্জাতেও যেন পরিপূর্ণতা আসে না।
advertisement
2/6
এরিকা পাম : বাড়িতে জায়গার অভাব না থাকলে বসার ঘরে রাখতেই পারেন এরিকা পাম। এটি তাল গাছের তুতো ভাই। অরেকা পাম ঘরে রাখলে দেখতেও ভাল লাগে। শুধু বাড়ি নয়, এই গাছটি হোটেল, অফিস এবং অন্যান্য উন্মুক্ত স্থানে সাজাতেও ব্যবহৃত হয় এই গাছ।
advertisement
3/6
রবার প্লান্ট: এই গাছের পাতা এমনিতেই বড় হয়! পাশাপাশি যদি সব চেয়ে বড় পাতার শ্রেণি দেখে গাছটি কেনা হয়, তাহলে খুব ভাল। এতে মাঝে মাঝেই একটু জল ছিটিয়ে দিতে হবে।
advertisement
4/6
ঘৃতকুমারী: অ্যালো ভেরা বা ঘৃতকুমারী অতি পরিচিত একটি উদ্ভিদ। অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণে অ্যালভেরার গুণাগুণ বহু। মূলত বাংলার বুকে এই গাছ ঘৃতকুমারী নামে পরিচিত। এই গাছের পাতায় রয়েছে বহু ধরনের প্রতিকার।
advertisement
5/6
স্নেক প্ল্যান্ট : অ্যালো ভেরার মতো এই গাছের পাতাও জলীয় উপাদানে সমৃদ্ধ। তাই জানলার কাছে রেখে দিলে তা উত্তাপ শোষণ করে নেবে। এটিতেও অতিরিক্ত জলসেচনের দরকার হয়।
advertisement
6/6
ইংলিশ আইভি: নাসা এর গবেষকদের মতে, এই গাছ মাত্র ৬ ঘণ্টার মধ্যে ঘরের বাতাসের প্রায় ৬০ শতাংশ টক্সিন এবং ৫৮ শতাংশ পর্যন্ত দুর্গন্ধ শুষে নিতে পারে। ঘরের শোভা বাড়াতেও কাজ করে এটি। তাই ঘর দূষণমুক্ত রাখতে ঘরে রাখতে পারেন এই গাছ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Indoor Plants: বাড়িতে রোগ লেগেই আছে? মুক্তি পেতে এখুনি ঘরে রাখুন এই গাছগুলি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল