Indigestion Cure: সকালে খালি পেটে এক গ্লাস এই পানীয়! পালাবে গ্যাস, অম্বল, চোয়াঁ ঢেকুর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Indigestion Cure: পেটের সমস্যায় ভোগেননি এমন মানুষ কমই আছেন। জানেন কি সকালে খালি পেটে একটা পানীয় খেলেই দূর হবে হজম-সহ একাধিক শারীরিক সমস্যা
advertisement
1/9

বদহজমের সমস্যা দেখা দিতে পারে যে কোনও ঋতুতে। পেটের সমস্যায় ভোগেননি এমন মানুষ কমই আছেন। জানেন কি সকালে খালি পেটে একটা পানীয় খেলেই দূর হবে হজম-সহ একাধিক শারীরিক সমস্যা।
advertisement
2/9
রাতভর ভিজিয়ে রাখুন ১ চামচ মেথিদানা। সকালে সেটা জলের সঙ্গে ব্লেন্ড করে নিতে পারেন। মেশাতেও পারেন এক গ্লাস উষ্ণ জলে। তাতে মেশান ১ চামচ দারচিনি গুঁড়ো। ভাল করে মিশিয়ে নিলেই আপনার পানীয় তৈরি। ইচ্ছে হলে মেশাতে পারে মধু ও লেবুর রস।
advertisement
3/9
এই পানীয়র অ্যান্টি ফাইটোনিউট্রিয়েন্ট, অক্সিড্যান্ট এবং অ্যান্টি ইনফ্লেম্যাবল বৈশিষ্ট্য পেটের সমস্যা দূর করে। খাবার হজমে সাহায্য করে। গ্যাস, অম্বলের সমস্যা কেটে যায়।
advertisement
4/9
মেথি এবং দারচিনিতে আছে সল্যুবল ফাইবার। এই উপাদানের গুণে কোষ্ঠকাঠিন্য-সহ পেটের সব সমস্যা সেরে ওঠে।
advertisement
5/9
মেথি ও দারচিনির অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য কমিয়ে দেয় ইনফ্লেম্যাশন। ক্রনিক এই রোগ দূর হলে কেটে যায় পেটের বহু সমস্যা।
advertisement
6/9
এই পানীয় পান করলে হজমে সাহায্য করে এমন এনজাইমের ক্ষরণ হয়। ফলে হজমের সমস্যা থাকে না।
advertisement
7/9
মেথি ও দারচিনির অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য কমিয়ে দেয় ইনফ্লেম্যাশন। ক্রনিক এই রোগ দূর হলে কেটে যায় পেটের বহু সমস্যা।
advertisement
8/9
শরীরে হাইড্রেশন বজায় রাখে এই পানীয়। ফলে কোষ্ঠকাঠিন্য ও পেটের অন্যান্য সমস্যা নিয়ন্ত্রিত হয়।
advertisement
9/9
ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে এই পানীয়। গ্যাস, অম্বল,ডায়রিয়া দূর হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Indigestion Cure: সকালে খালি পেটে এক গ্লাস এই পানীয়! পালাবে গ্যাস, অম্বল, চোয়াঁ ঢেকুর