TRENDING:

Indian Spices Benefits: কয়েক চামচ চেনা মশলাতেই কেল্লাফতে! ঝক্কি ছাড়াই কমবে ওজন! ব্লাড সুগারও থাকবে আপনারই বশে!

Last Updated:
Indian Spices Benefits: যে মশলাগুলি আমরা রোজকার রান্নায় দিই, সেগুলি যে কত উপকারিতার আধার, বলে শেষ করা যায় না৷ এমন একাধিক মশলা আছে, যেগুলি খেলে ওজন কমতে সাহায্য করে৷ এছাড়াও আছে বহু স্বাস্থ্যগুণ৷ জানুন কোন মশলায় প্রচুর উপকারিতা৷
advertisement
1/8
কয়েক চামচ চেনা মশলাতেই কেল্লাফতে! ঝক্কি ছাড়াই কমবে ওজন! ব্লাড সুগারও থাকবে বশে
ভারতীয় হেঁশেল পুষ্টিগুণের পাওয়ার হাউস। যে মশলাগুলি আমরা রোজকার রান্নায় দিই, সেগুলি যে কত উপকারিতার আধার, বলে শেষ করা যায় না৷ এমন একাধিক মশলা আছে, যেগুলি খেলে ওজন কমতে সাহায্য করে৷ এছাড়াও আছে বহু স্বাস্থ্যগুণ৷ জানুন কোন মশলায় প্রচুর উপকারিতা৷ বলছেন পুষ্টিবিদ অবনী কৌল৷
advertisement
2/8
কালো জিরে খেলে মেটাবলিজম বেড়ে যায়৷ ফলে ওজন কমাতে সাহায্য করে৷ ব্লাড সুগারের মাত্রা এবং ইনফ্লেম্যাশনও বশে থাকে৷
advertisement
3/8
কাঁচা হলুদে আছে কারকিউমিন৷ এর অ্যান্টি ইনফ্লেম্যাটরি গুণ বাড়তি মেদ কমিয়ে ওজন বেড়ে যাওয়া আটকায়৷
advertisement
4/8
আমলকি, বয়রা এবং হরিতকিকে একসঙ্গে ত্রিফলা বলা হয়৷ এই তিনটি ফল একসঙ্গে খেলে প্রচুর উপকারিতা৷ শরীরকে ডিটক্সিফাই করে৷ হজমে সাহায্য করার পাশাপাশি মেদ কমায়৷
advertisement
5/8
হজমশক্তি এবং থার্মোজেনেসিস বাড়িয়ে তোলে আদার রসের স্বাস্থ্যকর গুণ৷ ফলে শরীরের অবাঞ্ছিত মেদ কমে যায় দ্রুত৷
advertisement
6/8
মেথিদানা খেলে ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা নিয়ন্ত্রিত হয়৷ দীর্ঘ ক্ষণ পেট ভর্তি থাকে৷ ক্যালোরি ইনটেক কমে যায়৷ সাহায্য করে ওজন কমতে৷
advertisement
7/8
স্ট্রেস এবং কর্টিসল লেভেল কমে যায় অশ্বগন্ধার গুণে৷ স্ট্রেসের কারণে ওজন বেড়ে যাওয়া নিয়ন্ত্রিত হয়৷ সার্বিকভাবে ওজন বৃদ্ধি না পাওয়ার প্রবণতা বজায় থাকে৷
advertisement
8/8
ডায়াবেটিস কমে যায় দারচিনির গুণে৷ দীর্ঘ ক্ষণ পেট ভর্তি থাকে বলে খিদে পায় না যখন তখন৷ ওজন কমতে সাহায্য করে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Indian Spices Benefits: কয়েক চামচ চেনা মশলাতেই কেল্লাফতে! ঝক্কি ছাড়াই কমবে ওজন! ব্লাড সুগারও থাকবে আপনারই বশে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল