Eid-ul-Fitr 2022: ইদে খাবার তালিকায় রাখতে পারেন যেসব খাবার
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Eid ul-Fitr 2022: ইদের দিনের মজাদার খাবারের তালিকায় রয়েছে অনেকগুলো সুস্বাদু খাবার
advertisement
1/9

রমজান মাস হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস। এই সময়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলিমরা রোজা অর্থাত্ উপবাস রাখেন। একমাস-ব্যাপী উপবাস শেষ হয় চাঁদের দেখা পেলে। দীর্ঘ রমজান মাসের শেষে পালিত অনুষ্ঠানটি হল ইদ-উল-ফিতর। ইদ-উল-ফিতরের অর্থ উপবাস শেষ করার উৎসব। ইদের দিনে সকালে উঠে সালাত-উল-ফজ্র (দৈনন্দিন নমাজ)-এর পর স্নান করে নতুন কাপড় পরেন সকলে। তার পর প্রাতঃরাশ সেরে বিশেষ নমাজ আদায়ের পালা। এদিন নানা ধরনের আকর্ষণীয় খাবার খাওয়া হয়
advertisement
2/9
শাহি নবাবী বিরিয়ানি - নবাবী খাবার বলতে আর যাই হোক বিরিয়ানি ছাড়া কি চলে
advertisement
3/9
বাদামী গোস্ত - বিরিয়ানির সঙ্গে সব থেকে বেস্ট যে আইটেমটি যায় তাহলো বাদামী গোস্ত
advertisement
4/9
শির খুরমা - ঈদের সময় প্রতিটি ঘরেই রান্না করা হয় সেমাই। ঈদে সেমাই দিয়ে রাঁধা যায় শির খুরমা।
advertisement
5/9
বাইদা রোটি - এটি মূলত পারসি খাবার, খানিক মোগলাই পরোটার সাথে মিল আছে এর।
advertisement
6/9
মটন কোর্মা - বিরিয়ানির সঙ্গে সব থেকে বেস্ট যে আইটেমটি যায় তাহলো মটন কোর্মা
advertisement
7/9
সেমাই ছাড়া ঈদের সময় খাবার টেবিল পরিপূর্নতা পায় না।
advertisement
8/9
সুফি মালপোয়া - গরম মালপোয়া আর ঠান্ডা রাবড়ি
advertisement
9/9
গালাউটি কাবাব - বিরিয়ানি বা পোলাউের সাথে কাবাব কার না পছন্দ।