advertisement
1/8

আজকাল ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই জিনস পরেন। জিনস পরতে যেমন সবার ভালো লাগে তেমনি জিনসের যত্ন নেওয়াটাও খুব প্রয়োজনীয়। জিনসের যত্ন নিলে জিনস অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। (Photo Collected)
advertisement
2/8
জিনস ভারী তাই এই প্যান্ট লন্ড্রিতে পাঠানোর বা ওয়াশিং মেশিনে ধোয়ার প্রবণতা দেখা যায়। এতে করে জিনস খুব তাড়াতাড়ি ছিঁড়ে যেতে পারে। তাই ভালো ডিটারজেন্টে জিনসের প্যান্ট ভিজিয়ে হাতে কাচার চেষ্টা করুন। (Photo Collected)
advertisement
3/8
জিনসের থেকে দুর্গন্ধ ছাড়লে এটিকে একটি প্লাস্টিকের ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রাখে দিন। কিছুক্ষণ পরে বের করে দেখুন এর দুর্গন্ধ দূর হয়ে গেছে। (Photo Collected)
advertisement
4/8
জিনস কাচার আগে জিনসটি উলটে দিন আর উল্টো করে শুকোতে দিন। এর ফলে তাড়াতাড়ি জিনসের রং নষ্ট হবে না। (Photo Collected)
advertisement
5/8
জিনসে যদি দাগ লেগে যায় তাহলে তা প্রথমেই ডিটারজেন্টে দেবেন না। বেকিং সোডা ও জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। এই পেস্টটির বদলে লেবুর রসও নিতে পারেন। এরপর এটি একটি পুরনো টুথব্রাশে নিয়ে দাগের জায়গায় আস্তে আস্তে ঘষুন। দেখবেন দাগ দূর হয়ে গেছে। (Photo Collected)
advertisement
6/8
জিনস বারবার ধুলে অল্পদিনের মধ্যেই তা নষ্ট হয়ে যায়। একটি জিনস প্যান্ট সাধারণত পড়ার ৩ থেকে ৪ দিন পরে পরিষ্কার করুন। (Photo Collected)
advertisement
7/8
জিনসে তেলের দাগ লাগলে দাগের উপরে বেবি পাউডার দিয়ে সারারাত রেখে দিন। পাউডার জিনসের তেল শোষণ করে নেবে। (Photo Collected)
advertisement
8/8
জিনসকে নতুনের মত রাখতে জিনস কাচার পর আয়রন করে নিন এতে জিনসটি দীর্ঘস্থায়ী হবে। (Photo Collected)