এক বছরের জন্য মাংস ছাড়লে ফল হবে অবিশ্বাস্য, জানুন ছবিতে ছবিতে
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
জানুন ঠিক কতটা লাভবান হবেন আপনি।
advertisement
1/6

মাছ-মাংস ছাড়া খাবারের কথা ভাবতেই পারেন না, গোটা বিশ্বে এমন মানুষের সংখ্যাই বেশি। মাছ-মাংসের পুষ্টিগুণও অনস্বীকার্য। কিন্তু বিশ্বের তাবড় পুষ্টিবিদরা এও বলছেন, এক বছরের জন্য মাছ মাংস ছেড়ে দিলে ফল হবে অবিশ্বাস্য। জানুন ঠিক কতটা লাভবান হবেন আপনি।
advertisement
2/6
দেখা গিয়েছে যদি কোনও ব্যক্তি শাকসবজি ডায়েটে রাখেন গোটা বছর এবং মাংস না খান, কোনও রকম শারীরিক কসরত ছাড়াই ওজন কমবে ১০ পাউন্ড।
advertisement
3/6
শাকাহারি হলে তথা মাংস ছাড়লে কোলেস্টরেল, রক্তচাপ, হৃদরোগের সম্ভাবনাও অনেকটা কমবে অনেকটা।
advertisement
4/6
সমীক্ষা বলছে প্রসেসড মিট অনেক বেশি ডায়াবিটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। সেই তুলনায় নিরামিশাষীদের মধ্যে ডায়াবিটিসের পরিমাণ অনেকক কম।
advertisement
5/6
মাংস খান এমন অনেকেই সহজে গাট ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে পড়েন।
advertisement
6/6
বেকন, রেড মিট, সালামি সসেজ এগুলির অনেককিছুই কার্সিনোজেনিক। তাই এক বছর মাংস বাদ দেওয়ার অর্থ ক্যানসারের ঝুঁকি অনেক কমে যাওয়া।