Purulia Trip: ১৫ অগাস্টের লং উইকেন্ডে পুরুলিয়া যাচ্ছেন? 'এই' জায়গাটি 'লুকানো স্বর্গ', না গেলে বড় মিস
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Purulia Trip: বর্ষার অপরূপ রূপে সেজে উঠেছে সুন্দরী পুরুলিয়া। ঋতু পরিবর্তনের সঙ্গে, সঙ্গে এই জেলার রূপ পরিবর্তন হয়। বর্ষায় অপরূপ সাজে সেজে উঠেছে পুরুলিয়ার পর্যটন কেন্দ্রগুলি।
advertisement
1/8

*কাছে পিঠে বেড়ানোর নাম শুনলেই দিঘা, পুরী, দার্জিলিংয়ের পাশাপাশি ভ্রমণ পিপাসুদের এখন পছন্দের ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে সুন্দরী পুরুলিয়া। ঋতু পরিবর্তনের সঙ্গে, সঙ্গে এই জেলার রূপ পরিবর্তন হয়। বর্ষায় অপরূপ সাজে সেজে উঠেছে পুরুলিয়ার পর্যটন কেন্দ্রগুলি।
advertisement
2/8
*বর্ষায় পুরুলিয়া বেড়াতে আসা পর্যটকদের পছন্দের তালিকায় থাকে বেশ কিছু জায়গা। তাই আপনারা যদি পুরুলিয়া প্ল্যান থাকে তাহলে অবশ্যই ঘুরে দেখুন এই জায়গাগুলি।
advertisement
3/8
*পুরুলিয়া বেড়াতে আসতে হলে ট্রেনে বা বাসে করে প্রথমেই পৌঁছে যেতে হবে পুরুলিয়া শহরে। পুরুলিয়া শহর থেকে যে-কোনও ছোট গাড়ি বুকিং করে ঘুরে দেখতে পারেন পুরুলিয়ার আনাচ-কানাচে।
advertisement
4/8
*প্রথমেই চলে যান, শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরেই রয়েছে তারা ড্যাম। বর্ষায় একেবারে মায়াবী রূপ ফুটে ওঠে এই ড্যামে। বহু মানুষ প্রতিদিন এই ড্যামের সৌন্দর্য উপভোগ করতে আসেন।
advertisement
5/8
*পুরুলিয়ার অফবিট একটি ডেস্টিনেশন হল পারডি ড্যাম। এই জায়গাটিকে পুরুলিয়ার নৈনিতাল বলা হয়ে থাকে। অ্যাডভেঞ্চার প্রেমীদের খুবই পছন্দের এই জায়গাটি। বাঘমুন্ডি থানা এলাকার গোর্গাবুরু পাহাড়ের মাঝেই রয়েছে এই ড্যাম।
advertisement
6/8
*যারা অ্যাডভেঞ্চারপ্রেমী। তাদের জন্য আদর্শ জায়গা গজাবুড়ো পাহাড়। বছরের বিভিন্ন সময়তে এই পাহাড়ে গায়ে নেচার ক্যাম্প হয়ে থাকে। রক ক্লাইম্বিং, জিপ লাইনিং-সহ নানা অ্যাডভেঞ্চার উপভোগ করা যায় এই পাহাড়ের কোলে। প্রকৃতিপ্রেমীদের কাছেও খুবই পছন্দের এই অফবিট ডেস্টিনেশন।
advertisement
7/8
*অযোধ্যা পাহাড়ের পাদদেশে রয়েছে মন মাতানো একটি পর্যটন কেন্দ্র। মুরগুমা জলাধার। চারিদিকে সবুজ বনানী মাঝখানে নির্জন জলাধার। মন মাতানো প্রাকৃতিক সৌন্দর্যে যে কেউ হারিয়ে যেতে বাধ্য।
advertisement
8/8
*হাতে দু-দিন সময় থাকলে এই বর্ষায় চটপট প্ল্যান করে ফেলুন বনমহল পুরুলিয়া ভ্রমণের। তালিকায় অবশ্যই রাখুন এই জায়গাগুলিকে। শান্ত, স্নিগ্ধ পরিবেশ সবুজে মোড়া প্রাকৃতিক দৃশ্য। কর্মব্যস্ততা থেকে স্বস্তি মিলবে অবশ্যই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Purulia Trip: ১৫ অগাস্টের লং উইকেন্ডে পুরুলিয়া যাচ্ছেন? 'এই' জায়গাটি 'লুকানো স্বর্গ', না গেলে বড় মিস