Winter Trip: লাল কাঁকড়ার লুকোচুরি, কলকাতার কাছেই ভার্জিন সমুদ্র সৈকতে ঘুরে আসুন, সঙ্গীর সঙ্গে জমবে প্রেম
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Winter Trip: শীতে আপনার গন্তব্য হোক অফবিট সমুদ্র সৈকত লালগঞ্জ। সাদা বালির সৈকত ও লাল কাঁকড়ার দেশ হল লালগঞ্জ। এই সমুদ্র সৈকত ভার্জিন সমুদ্র সৈকত হিসাবে পরিচিত সকলের কাছে।
advertisement
1/6

*নামখানা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এই শীতে আপনার গন্তব্য হোক অফবিট সমুদ্র সৈকত লালগঞ্জ। সাদা বালির সৈকত ও লাল কাঁকড়ার দেশ হল লালগঞ্জ। এই সমুদ্র সৈকত ভার্জিন সমুদ্র সৈকত হিসাবে পরিচিত সকলের কাছে।
advertisement
2/6
*নামখানা থেকে গাড়িতে চেপে আপনি পৌঁছে যেতে পারেন এখানে। নির্জন সৈকতে একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে সুন্দরবনের লোথিয়ান আইল্যান্ড। দ্বীপটি এখনও নির্জন দ্বীপ হিসাবে পরিচিত।
advertisement
3/6
*লালগঞ্জে আসলে থাকা-খাওয়া সবকিছু মিলিয়ে খরচ পড়বে মাথাপিছু ১২০০-১৩০০ টাকার কাছাকাছি। সমুদ্রের ধারের সুমিষ্ট বাতাসে মন ভাল হয়ে যাবে আপনার। সকালে আর বিকেলে এখানে মনোরম থাকে আবহাওয়া।
advertisement
4/6
*এখানে রাতের দিকে সমুদ্রের ধারে নোনা হাওয়ার মধ্যে মাছ ভাজা খাওয়ার মজা, দিনের বেলা খোলা সৈকতে লাল কাঁকড়া দেখার মজাই আলাদা। লালগঞ্জ কলকাতা থেকে মাত্র ১৩০ কিমি দূরে অবস্থিত। গাড়ি নিয়েই পৌঁছে যাওয়া যায় সেখানে। ট্রেনে করে তো যাওয়া যায়।
advertisement
5/6
*এখানে সৈকতের পাশে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, রয়েছে ঝাউয়ের জঙ্গল। এখানে ঢেউয়ের গর্জন বেশি। ভাঁটার সময় জল অনেকটা পিছিয়ে যায় এখানে। সেজন্য এখানে আসার আগে গ্রামের লোকের থেকে জোয়ার ভাটার সময় না জেনে নিলে বিপদে পড়তে পারেন আপনি।
advertisement
6/6
*এখানে সমুদ্রের থেকে ঢিলছোঁড়া দূরত্বে রয়েছে একাধিক হোমস্টে, এছাড়াও রয়েছে টেন্ট। দু'ধরনের টেন্ট রয়েছে। দুই শয্যা ও চার শয্যার। আগের থেকে এগুলি অনেক উন্নত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Trip: লাল কাঁকড়ার লুকোচুরি, কলকাতার কাছেই ভার্জিন সমুদ্র সৈকতে ঘুরে আসুন, সঙ্গীর সঙ্গে জমবে প্রেম