Child Health: বাড়িতেও যদি বাচ্চা থাকে, তাহলে সাবধান! দ্রুত ছড়াচ্ছে এই রোগ, আজই শিশু চিকিৎসকের পরামর্শ মানুন
- Published by:Shubhagata Dey
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Child Health: বাড়িতে যদি ০-৫ বছর বয়সী শিশু থাকে, তাহলে সাবধান। কারণ এই পরিবর্তনশীল ঋতুতে অনেক ধরনের রোগ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে যা সন্তানের অনেক ক্ষতি করতে পারে। এমন পরিস্থিতিতে কারও বাড়িতে যদি বাচ্চা থাকে, তবে এই খবরটি তাদের জন্য বিশেষ হতে পারে।
advertisement
1/8

*আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং তা শীত থেকে গ্রীষ্মের দিকে চলে যাচ্ছে। আর কদিন পরেই গরমে টেকা দায় হয়ে উঠবে! ঘন ঘন ঠান্ডা জল খাওয়া থেকে শুরু হবে সর্দি-গর্মির সমস্যা। সংগৃহীত ছবি।
advertisement
2/8
*তবে, তার আগে সিজন চেঞ্জের ব্যাপারটাও মাথায় না রাখলেই নয়। ঋতু পরিবর্তনের সময়ে বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে আমাদের শরীরের একটু হলেও সময় লাগে। আর সেখান থেকেই ঘরে ঘরে শুরু হয় সর্দি, কাশি, জ্বরজারি। সংগৃহীত ছবি।
advertisement
3/8
*এমন পরিস্থিতিতে বাড়িতে যদি ০-৫ বছর বয়সী শিশু থাকে, তাহলে সাবধান। কারণ এই পরিবর্তনশীল ঋতুতে অনেক ধরনের রোগ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে যা সন্তানের অনেক ক্ষতি করতে পারে। এমন পরিস্থিতিতে কারও বাড়িতে যদি বাচ্চা থাকে, তবে এই খবরটি তাদের জন্য বিশেষ হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*শিশু বিশেষজ্ঞ ডা. সুমন্ত কুমার গুপ্ত বলেন, আবহাওয়া ঠান্ডা থেকে গরমে পরিবর্তিত হচ্ছে। এমন অবস্থায় দেখা যাচ্ছে, শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের মধ্যে শ্বাসকষ্টের রোগ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এই রোগটি ছোট বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*ধুলো উড়ছে, শ্বাসকষ্টের রোগ ছড়াচ্ছেঃ পরিবর্তনশীল আবহাওয়ার কারণে তাপমাত্রার প্রচুর ওঠানামা হচ্ছে, যার কারণে প্রচুর ধুলোবালি উড়ছে। এর থেকে শ্বাসকষ্টের রোগ খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে। এছাড়া ভাইরাল ফিভারের মতো রোগও খুব দ্রুত বাড়ছে, যা শিশুদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*আবহাওয়ার এ হেন খামখেয়ালি পরিস্থিতিতে, কারও শিশু যদি কোনও রোগে আক্রান্ত হয়, তাহলে অবিলম্বে শিশু বিশেষজ্ঞকে দেখিয়ে তার চিকিৎসা শুরু করতে হবে। যদি কোনও শিশুর শ্বাসকষ্ট হয় তবে তাকে নেবুলাইজেশন দিয়ে বাড়িতেই চিকিৎসা করা যেতে পারে। তবে তার আগে অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*নিজেকে এভাবে রক্ষা করতে হবেঃ কেউ যদি চান যে নিজেদের বাড়ির বাচ্চারা যেন কোনও ধরনের রোগে না ভোগে, তাহলে আবহাওয়ার পরিবর্তনের কথা মাথায় রেখে তাদের যতটা সম্ভব জল পান করাতে হবে। অত্যধিক জল পানের কারণে আবহাওয়ায় উত্তাপের যে তারতম্য ঘটে তা এড়ানো যায়। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*বাচ্চাদের ফল খেতে দিতে হবে এবং কেউ যদি কোনও রোগে আক্রান্ত হয়, তাদের থেকে বাচ্চাদের দূরে রাখতে হবে। কারণ বড়দের রোগগুলো ছোটদের দ্রুত সংক্রমিত করে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Child Health: বাড়িতেও যদি বাচ্চা থাকে, তাহলে সাবধান! দ্রুত ছড়াচ্ছে এই রোগ, আজই শিশু চিকিৎসকের পরামর্শ মানুন