Travel News: বিষ্ণুপুরে বেড়াতে যাচ্ছেন? অবশ্যই ঢুঁ মারুন এই পাঁচ জায়গায়, না হলেই বিরাট মিস করবেন...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Travel News: কোথাও যেতে হবে না! শহরের মধ্যেই পেয়ে যাবেন ঘুরে দেখার দুর্দান্ত জায়গা। বিষ্ণুপুর শহর বেড়াতে এলে অবশ্যই ঘুরে যেতে হয় পাঁচটি জায়গা।
advertisement
1/6

বিষ্ণুপুরে বেড়াতে যাচ্ছেন? তাহলে ভুলেও মিস করবেন না এই পাঁচ জায়গা। ইতিহাস থেকে প্রকৃতি বর্ষার আনন্দে।
advertisement
2/6
রাসমঞ্চ, প্রাচীনতম ইটের মন্দিরটি ১৬০০ খ্রিস্টাব্দে রাজা হাম্বির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বিষ্ণুপুরের আইডেন্টিটি এই মন্দির। বিষ্ণুপুর শহর গেলে অবশ্যই ঘুরে দেখুন।
advertisement
3/6
বিষ্ণুপুর শহর থেকে বাইপাস ধরে বেরিয়ে গেলে ৫ কিলোমিটারের মধ্যেই রয়েছে ঘন জয়পুর জঙ্গল। মনোরম প্রকৃতি, বর্ষার আবহে লং ড্রাইভের জন্য পারফেক্ট।
advertisement
4/6
১৬৫৫ সালে মল্লরাজ রঘুনাথ সিং মন্দির নির্মাণ করেন। কেষ্টরায় মন্দির নামেও পরিচিত এই মন্দির।এই মন্দিরে এপার বাংলা ওপার বাংলার স্থাপত্যের নির্দশন পাওয়া যায়। বিষ্ণুপুরের রাজদরবার দলমা পাড়ায় অবস্থিত এ মন্দির।
advertisement
5/6
উৎকৃষ্ট পোড়ামাটি-অলংকরণের প্রাচুর্যে বিষ্ণুপুরের নগরদেবতা মদনমোহন মন্দিরটি বিখ্যাত। ১.৪ মিটার উঁচু মাকড়া-পাথরের ভিত্তিবেদির উপর স্থাপিত, দক্ষিণমুখী ও একরত্ন শৈলীর মন্দির। অবশ্যই ঘুরে দেখার মত কি ইতিহাসের অংশ।
advertisement
6/6
দলমাদল কামান শুধু একটি প্রাচীন নিদর্শন নয়, এটি লুটপাটকারী হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। ১৭ শতকের আগে, এই বড় কামানটি বর্গি আক্রমণকারীদের প্রতিহত করতে ব্যবহৃত হয়েছিল - মারাঠা অশ্বারোহীরা যারা ১৮ শতকে প্রায়ই বাংলা আক্রমণ করেছিল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Travel News: বিষ্ণুপুরে বেড়াতে যাচ্ছেন? অবশ্যই ঢুঁ মারুন এই পাঁচ জায়গায়, না হলেই বিরাট মিস করবেন...