Idli Making Tips : বাড়িতে তৈরি ইডলি কিছুতেই দোকানের মতো নরম হচ্ছে না? রইল গোপন টিপস
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Idli Making Tips : বাড়িতে কী করে দোকানের মতো সুস্বাদু, নরম ইডলি তৈরি করবেন, জেনে নিন তার সহজ টিপস
advertisement
1/9

ইডলির মতো দক্ষিণ ভারতীয় খাবার এখন বাঙালি রসনাতেও খুব জনপ্রিয়। কিন্তু অনেকেই অভিযোগ করেন বাড়িতে তৈরি করলে ইডলি নরম, ফুলোফুলো হয় না।
advertisement
2/9
বাড়িতে কী করে দোকানের মতো সুস্বাদু ইডলি তৈরি করবেন, জেনে নিন তার সহজ টিপস।
advertisement
3/9
ইডলি ভাল করতে চাইলে চাল ও ডাল আলাদা করে ভেজান। কারণ দু’টির ক্ষেত্রে আলাদা জলের মাত্রা দরকার।
advertisement
4/9
ইডলির জন্য সব সময় আতপ চাল নিন। সিদ্ধ চালে কিন্তু ইডলির স্বাদ ভাল হবে না।
advertisement
5/9
আতপ চাল ও বিউলির ডালের অনুপাত হবে ২:১। যার মানে, ২ অংশ চাল নিলে ডাল নিতে হবে ১ অংশ।
advertisement
6/9
সুস্বাদু ইডলির রহস্য মেথি। ব্যাটারে মেশান সামান্য মেথি। পাবেন খাঁটি স্বাদ।
advertisement
7/9
মিক্সার গ্রাইন্ডারের তুলনায় শিলনোড়া অথবা জাঁতায় চালডাল পেষাই করলে স্বাদের অনেকটাই পার্থক্য হয়।
advertisement
8/9
এখনকার ব্যস্ততার সময়ে মিক্সার গ্রাইন্ডার ছাড়া তো উপায় নেই। তাই ইডলি তৈরিতে মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করলেও খেয়াল রাখুন বাকি দিকগুলিতে।
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Idli Making Tips : বাড়িতে তৈরি ইডলি কিছুতেই দোকানের মতো নরম হচ্ছে না? রইল গোপন টিপস