Identify Real Honey vs Fake: সুন্দরবনের মধু বলে দিয়েছে ঠকিয়ে, দাম দিয়ে কেনা মধু খাঁটি কি না তা বুঝবেন কী করে? জেনে নিন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Identify Real Honey vs Fake: সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য থেকে সংগৃহীত এই বনমধু খলিশা, গরান, কেওড়া ও বাইনের ফুলের নির্যাসের এক বিশেষ সংমিশ্রণ। হালকা সোনালি রঙ, টক-মিষ্টি ভারসাম্য ও প্রোটিনযুক্ত 'গাদ' এর খাঁটিত্বের পরিচয়
advertisement
1/6

সুন্দরবনের বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরণ্যের বুক থেকে উঠে আসে এক অনন্য উপহার — খাঁটি বনমধু। খলিশা, গরান, কেওড়া ও বাইনের ফুলের নির্যাস মিশে তৈরি হয় এই মধু, যা কেবল মিষ্টি নয়, এক বিশেষ ঘ্রাণ ও স্বাদের অভিজ্ঞতা দেয়। ফুলের প্রাকৃতিক রস ও বনের স্যাঁতসেঁতে বাতাস মিলে এই মধুকে করে তোলে অন্য সব মধুর থেকে আলাদা।
advertisement
2/6
চাক থেকে সরাসরি সংগৃহীত এই মধুর স্বাদ নির্ভর করে কোন ফুলের নির্যাস বেশি আছে তার উপর। কোথাও কেওড়ার টক-টক ভাব, কোথাও বাইনের হালকা ঝাঁঝ, আবার কোথাও খলিশার গভীর মিষ্টতা — প্রতিটি অঞ্চলের মধু তাই আলাদা চরিত্র পায়।
advertisement
3/6
সুন্দরবনের মধুর রঙ সাধারণত হালকা সোনালি ও স্বচ্ছ, কারণ এখানকার আর্দ্র পরিবেশে মধু হয় তুলনামূলক পাতলা। কিন্তু এই পাতলাতাই তার বিশেষত্ব, যা স্বাদে আনে ভারসাম্য। কেওড়া ফুলের হালকা টক ভাব মিশে এতে তৈরি করে এক রোমাঞ্চকর মিষ্টি-টক সুরভি — একেবারে প্রাকৃতিক ও প্রাণবন্ত।
advertisement
4/6
চিনি-ভিত্তিক সাধারণ মিষ্টতার তুলনায় সুন্দরবনের মধু প্রায় দেড়গুণ বেশি প্রাকৃতিক মিষ্টতা ধারণ করে। তাই এটি শুধু মিষ্টি নয়, বরং মুখে গলে গিয়ে জাগিয়ে তোলে এক গাঢ়, প্রানোদ্দীপক অনুভূতি। ঘ্রাণে আছে বনের স্যাঁতসেঁতে আবেশ, আর স্বাদে টক-মিষ্টির নিখুঁত মেলবন্ধন।
advertisement
5/6
এর আরেক বৈশিষ্ট্য ‘গাদ’ — যা মধুর উপরে জমে থাকা সূক্ষ্ম প্রোটিনসমৃদ্ধ স্তর। এই স্তরই প্রমাণ করে মধুর খাঁটিত্ব ও প্রাকৃতিক মান। গাদযুক্ত মধু মানেই এটি অপরিশোধিত, প্রকৃতির মূল উপহার।
advertisement
6/6
সুন্দরবনের মধু তাই শুধু খাদ্য নয়, এটি প্রকৃতির এক অমূল্য সম্পদ। এর হালকা রঙ, পাতলা গঠন, ফুলের নির্যাসের টক-মিষ্টি ভারসাম্য ও প্রোটিনযুক্ত স্তর — সব মিলিয়ে এটি হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের গর্ব ও প্রকৃতির আসল অমৃত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Identify Real Honey vs Fake: সুন্দরবনের মধু বলে দিয়েছে ঠকিয়ে, দাম দিয়ে কেনা মধু খাঁটি কি না তা বুঝবেন কী করে? জেনে নিন