Ideal Wedding Age For Men: ঠিক কোন বয়সে বিয়ে করলে পুরুষের আয়ু বাড়ে? ছোট সমীক্ষায় বড় চাঞ্চল্য!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Ideal Wedding Age For Men: একটা বয়সের পর অভিভাবকরা বিয়ের জন্য় চাপ দিতে থাকেন। মেয়েদের মতো ছেলেদেরও সেই সমস্য়ার মুখোমুখি হতে হয়। কিন্তু সত্যি কী নির্দিষ্ট বয়সে বিয়ে হলে বাড়তে পারে পুরুষের আয়ু? জানুন।
advertisement
1/8

বিয়ে করার সঠিক বয়স কী ? এই প্রশ্ন আমাদের সবার মধ্য়েই ঘুরপাক খায়। অনেকেই মনে করেন, ছেলের একটু দেরি করে বিয়ে করলে ভালো। তা হলে চাকরি পেয়ে খানিকটা গুছিয়ে নিতে পারবে। প্রতীকী ছবি।
advertisement
2/8
মনে করা হয় পুরুষের বয়স বেশি হলেও সমস্যা নেই। বরং নিজের থেকে কিছুটা কম বয়সের মেয়েকে বিয়ে করলেও সুখী হবে বেশি। এমন নানা ধরনের ধারণার সমাজে প্রচলিত রয়েছে। যদিও তার বিজ্ঞানসম্মত দিক নিয়েও রয়েছে নানা ভিন্নমত। প্রতীকী ছবি।
advertisement
3/8
ছেলে কী মেয়ে উভয়ের ক্ষেত্রেই এই বয়স হয় আলাদা আলাদা। কেমন কেউ চাকরি পেয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরেই বিয়ের সিদ্ধান্ত নিতে চান। কেউ আবার বিয়ের বয়স মানেই ৩০ এর নিচে রাখতে ভালোবাসেন। তাঁদের কাছে ৩০ পেরোলে বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রতীকী ছবি।
advertisement
4/8
আবার কেউ কেউ সারাজীবন বিয়ে নাও করতে পারেন। কিন্তু আদতে বিয়ের সঠিক বয়স কী হওয়া উচিত? সঠিক বয়সে বিয়ে নিয়ে ঠিক কী কী পরিস্থিতির মুখোমুখি হতে হয় প্রত্যেক নারী পুরুষকে। এই সব নিয়ে খতিয়ে দেখতেই এবার আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় একটি সমীক্ষা চালাল। প্রতীকী ছবি।
advertisement
5/8
বিবাহ জীবনের (Marriage)এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ, এক্ষেত্রে একজন মানুষের সঙ্গে সারাজীবন থাকার সিদ্ধান্ত নিয়ে থাকি আমরা। সেক্ষেত্রে সেই মানুষটি আমার জন্য় সঠিক কিনা, তা বুঝে সিদ্ধান্ত নিতে সময় লেগে যায়। একটা বয়সের পর অভিভাবকরা বিয়ের জন্য় চাপ দিতে থাকেন। মেয়েদের মতো ছেলেদেরও সেই সমস্য়ার মুখোমুখি হতে হয়। প্রতীকী ছবি।
advertisement
6/8
হাভার্ড বিশ্ববিদ্যালয়ের করা বিয়ে নিয়ে এই সমীক্ষার মূল বিষয় ছিল সম্পর্কের ধরন। কতটা সুখী হবে দাম্পত্য। কিন্তু দাম্পত্যসুখের আড়ালেই রয়েছে আর একটি বিষয়। তা হল, জীবন ও জীবনধারা। বিজ্ঞান বলছে, যে নিজের যাপনের ধরন নিয়ে যতটা সন্তুষ্ট হবে, ততটাই বাড়বে আয়ু। নতুন সমীক্ষাতে উঠে এলো সেই বিষয়টি। প্রতীকী ছবি।
advertisement
7/8
সমীক্ষা চালাতে গিয়েই দেখা গেল, মেয়েদের মতো ছেলেদেরও কম বয়সে বিয়ে করলেই সুখে থাকার আশা বেশি। তার কারণও জানিয়েছেন গবেষকরা। তাঁদের বক্তব্য, বয়স যত কম থাকবে, মনের মতো সঙ্গী পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। পুরুষদের ক্ষেত্রেও ২৫-এর মধ্যে বিয়ে হলে সবচেয়ে বেশি থাকে মানানসই সঙ্গী পাওয়ার সুযোগ। প্রতীকী ছবি।
advertisement
8/8
আর মনের মতো সঙ্গী পেলে মানসিক চাপ কম হবে। জীবন আরো ছন্দময় হবে। নিশ্চিত ও সুখময় জীবন হলে সেক্ষেত্রে বিয়ে বেশি দিন টিকবে। আর সংসার সুখের হলে আয়ুও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই পুরুষদের ক্ষেত্রে উপরোক্ত বয়সেই বিয়ের পরামর্শ দিচ্ছে এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্য। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ideal Wedding Age For Men: ঠিক কোন বয়সে বিয়ে করলে পুরুষের আয়ু বাড়ে? ছোট সমীক্ষায় বড় চাঞ্চল্য!