Ice Cube in skin care: মাত্র ২ টুকরো বরফ আপনার ত্বককে গরমকালের সব সমস্যা থেকে দূরে রাখে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
ত্বকের পরিরচর্যায় বরফের ব্যবহার প্রাচীন৷ বিভিন্ন ভাবে আইস কিউব আমাদের ত্বককে ভাল রাখে৷(ice cube in summer)
advertisement
1/8

গরমে রোদের তীব্রতার মতো আর কোনও কিছুই আমাদের ত্বকের এত ক্ষতি করে না৷ ত্বকের পরিরচর্যায় বরফের ব্যবহার প্রাচীন৷ বিভিন্ন ভাবে আইস কিউব আমাদের ত্বককে ভাল রাখে৷(ice cube in summer)
advertisement
2/8
বরফের অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য আছে৷ ফলে অ্যাকনে নিয়ন্ত্রণে সাহায্য করে৷ ত্বকের স্কিনপোরস ছোট করে৷
advertisement
3/8
ত্বক উজ্জ্বল করে তোলে বরফ৷ মুখে বরফের টুকরো ঘষলে ব্লাড সার্কুলেশন ভাল হয়৷ মুখ উজ্জ্বল লাগে৷
advertisement
4/8
চোখের চারপাশ ফুলে ওঠা বা পাফি আইজ-এর সমস্যা দূর করে বরফ৷
advertisement
5/8
নিয়মিত ত্বকে বরপ লাগালে বলিরেখা দূর হয়৷ ত্বকে বয়সের ছাপ পড়ে না৷
advertisement
6/8
কোনও কারণে ত্বকে প্রদাহ হলে তাও নিরাময় করে বরফ৷
advertisement
7/8
কাঁচা দুধে বরফের টুকরো ডুবিয়ে তার পর সেটি দিয়ে মালিশ করুন মুখে৷ মৃত কোষ ঝরে গিয়ে ঝলমল করবে মুখের ত্বক৷
advertisement
8/8
মেক আপ করার আগে মুখে খুব ভাল করে বরফ ঘষুন৷ এতে মেক আপ দীর্ঘস্থায়ী হবে৷ ত্বক অনেক ক্ষণ হাইড্রেটেড থাকবে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ice Cube in skin care: মাত্র ২ টুকরো বরফ আপনার ত্বককে গরমকালের সব সমস্যা থেকে দূরে রাখে