TRENDING:

Hypothyroid: থাইরয়েডের ওষুধ খান? ফুলকপি, সয়াবিনের মতো আর যে যে খাবার এড়িয়ে চলবেন

Last Updated:
থাইরয়েডে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শমতো ওষুধ খেতে হয়। থাইরয়েডের ওষুধ খাওয়াকালীন কিছু খাবার ভুলেও খাবেন না, খাবার আর ওষুধের রি-অ্যাকশনে মারাত্মক অসুস্থ হয়ে পড়বেন। হেলথলাইন-এর তথ্য অনুযায়ী, জেনে নিন কী কী খাবার এড়িয়ে চলবেন--
advertisement
1/10
থাইরয়েডের ওষুধ খান? ফুলকপি, সয়াবিনের মতো আর যে যে খাবার এড়িয়ে চলবেন
আমাদের গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম থাইরয়েড। মানুষের বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়ার জন্য এই গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থাইরয়েড হরমোন মেটাবলিজম-এর হার ঠিক রাখে, শরীরের তাপমাত্রা, হার্ট রেট ও রক্তচাপ বজায় রাখে।
advertisement
2/10
থাইরয়েডে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শমতো ওষুধ খেতে হয়। থাইরয়েডের ওষুধ খাওয়াকালীন কিছু খাবার ভুলেও খাবেন না, খাবার আর ওষুধের রি-অ্যাকশনে মারাত্মক অসুস্থ হয়ে পড়বেন। হেলথলাইন-এর তথ্য অনুযায়ী, জেনে নিন কী কী খাবার এড়িয়ে চলবেন--
advertisement
3/10
সয়াবিন বা সয়াবিন জাত সব খাবার: বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে যে সয়ার খাবার খেলে থাইরয়েডের ওষুধ ঠিক মতো কাজ না-ও করতে পারে। তাই সয়াবিন, সয়ার দুধ, টফুর মতো খাবার না খাওয়াই ভাল।
advertisement
4/10
ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার-- ক্যালসিয়াম সাপ্লিমেন্ট থাইরয়েডের ওষুধের সঙ্গে বিক্রিয়া করে। কাজেই থাইরয়েডের ওষুধের সঙ্গে দুগ্ধজাত খাবার ও ব্রকোলি খাবেন না।
advertisement
5/10
কফি-- একাধিক গবেষণায় দেখা গিয়েছে কফি থাইরয়েডের ওষুধের সঙ্গে বিক্রিয়া করে।
advertisement
6/10
আয়রন সমৃদ্ধ খাবার-- থাইরয়েডের ওষুধের সঙ্গে আয়রন সাপ্লিমেন্ট এবং আয়রন সমৃদ্ধ খাবার যেমন রেড মিট এড়িয়ে চলুন।
advertisement
7/10
ফাইবার সমৃদ্ধ খাবার-- গোটা শস্য, দানা শস্য, ডালের মতো খাবার থাইরয়েডের ওষুধ খেলে খাওয়া চলবে না।
advertisement
8/10
আঙুরের রস-- আঙুরের রস থাইরয়েডের ওষুধের শোষনে বাধা দেয়।
advertisement
9/10
মিষ্টি: কোনও খাবার যাতে চিনি বা বাড়তি মিষ্টি দেওয়া হয়েছে, তা ডায়েট থেকে বাদ দিন। চিনির বদলে গুড় বা মধু রান্নায় ব্যবহার করতে পারেন। শুধু তা-ই নয়, দুগ্ধজাত খাবার শরীরে হরমোনের তারতম্য আরও বাড়িয়ে দেয়। তাই দুধ, মাখন, চিজের মতো খাবার যত কম খাবেন, তত ভাল।
advertisement
10/10
রান্না করা গাজর, পাকা কলা, শুকনো ফল, মধু, ময়দার রুটি, সাদা ভাত, আলু, সাদা পোস্ত, মিষ্টি শরীরে কার্বহাইড্রেটের মাত্রা বাড়ায়। থায়রয়েড থাকলে এগুলোও কম খান।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hypothyroid: থাইরয়েডের ওষুধ খান? ফুলকপি, সয়াবিনের মতো আর যে যে খাবার এড়িয়ে চলবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল