Hyperhidrosis: 'এই' লক্ষণগুলি আপনারও আছে...? আপনি 'হাইপারহাইড্রোসিস' রোগে আক্রান্ত নন তো? জানুন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Hyperhidrosis: হাইপারহাইড্রোসিস কী? আপনার স্বাস্থ্যের উপর এটির প্রভাব কেমন? লক্ষণ চিনে সতর্ক হন। চিকিৎসায় দেরি করবেন না।
advertisement
1/8

কোন কিছু লিখতে গেলে হাত ভিজে যায় এমনকি খাতাও। এটি অস্বস্তিকর পরিবেশ তৈরি করে। শীত গ্রীষ্ম বর্ষা -সব ঋতুতেই অনেকে ঘামতে থাকেন। ফ্যানের তলায় বসেও দরদর করে ঘামছেন। এমনকি এসিতেও।
advertisement
2/8
শুধু তাই নয়, এরকম অনেক ব্যক্তি রয়েছেন যাদের অতিরিক্ত ঘাম হওয়ার ফলে রীতিমতো সমস্যায় পড়তে হয়। কিন্তু কেন এরকম হয়ে থাকে তা কী জানেন? আজ এই প্রতিবেদনে এই বিষয়টি নিয়েই আলোচনা করতে চলেছি আমরা।
advertisement
3/8
চিকিৎসা শাস্ত্রের ভাষায় অতিরিক্ত ঘাম হওয়াকে বলা হয় 'হাইপারহাইড্রোসিস'। এটিকে দুই ভাগে ভাগ করা হয়। একটি জেনারেল এবং অপরটি লোকালাইজড। পুরো শরীরে হলে তাকে বলা হয় জেনারেল হাইপার হাইড্রোসিস। ডাক্তার যদি অতিরিক্ত ঘাম হওয়ার কোন কারণ খুঁজে না পান তখন তাকে বলা হয় প্রাইমারি হাইপার হাইড্রোসিস।
advertisement
4/8
সাধারণত প্রাইমারি পরিবার বা বংশগত কারণ হয়ে থাকতে পারে হাইপার হাইড্রোসিস হওয়ার পিছনে। সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস হওয়ার পিছনে থাইরয়েডের সমস্যা বা ডায়রিয়ার মতো সমস্যা থাকতে পারে।
advertisement
5/8
এক্ষেত্রে কিছু মেডিকেল কন্ডিশন বোঝার জন্য টেস্ট করা হয়ে থাকে। তবে যাদের ডায়াবেটিকস আছে এবং ব্লাড সুগার লেভেল কমে যায় তাদের অতিরিক্ত ঘামার প্রবণতা রয়েছে। মহিলাদের পিরিয়ড বন্ধ হয়ে গেলে অতিরিক্ত ঘাম হতে পারে।
advertisement
6/8
ঘামের মাধ্যমে অতিরিক্ত জল বের হয়ে যায়। ফ্লুইড মেইনটেইনের বিষয়টি খেয়াল রাখতে হবে। বিষন্নতা বা অস্বস্তি কমাতে হবে। এটির কারণেও অতিরিক্ত ঘাম হতে পারে। সুনির্দিষ্ট মেডিকেল কন্ডিশন থাকলে তার চিকিৎসা করতে হবে।
advertisement
7/8
রোগী যেন অতিরিক্ত ঘাবড়ে না যান বা দুশ্চিন্তা না করেন সেজন্য তাকে বোঝাতে হবে। অনেক সময় যারা সুস্থ মানুষ তাদেরও অতিরিক্ত ঘাম হওয়ার প্রবণতা থাকতে পারে। এটি কোনও বড় রোগ নয়। এটি বজায় রেখেও সুস্থ জীবন নির্বাহ করা সম্ভব।
advertisement
8/8
যাদের অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যা রয়েছে তাদের ডাক্তারের সঙ্গে কথা বলে উপযুক্ত চিকিৎসা করাতে হবে। সে ক্ষেত্রে রোগীর উচিত স্কিন বিশেষজ্ঞ বা চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hyperhidrosis: 'এই' লক্ষণগুলি আপনারও আছে...? আপনি 'হাইপারহাইড্রোসিস' রোগে আক্রান্ত নন তো? জানুন