Hybrid Solar Eclipse 2023: আজ আকাশে উদ্ভাসিত সোনার আংটি, এই বিরল মহাজাগতিক হাইব্রিড সূর্যগ্রহণ ঠিক কী
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Hybrid Solar Eclipse 2023: বিরল এই সূর্যগ্রহণের নাম জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় হাইব্রিড সোলার ইক্লিপ্স বা হাইব্রিড সূর্যগ্রহণ৷ কিন্তু কেন সূর্যগ্রহণের সঙ্গে বসল সংকর বিশেষণ?
advertisement
1/7

আজ বিরল মহাজাগতিক দৃশ্য আকাশে৷ সূর্যগ্রহণের সময় আকাশে দেখা উদ্ভাসিত হবে সোনার আংটি৷ বিরল এই সূর্যগ্রহণের নাম জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় হাইব্রিড সোলার ইক্লিপ্স বা হাইব্রিড সূর্যগ্রহণ৷ কিন্তু কেন সূর্যগ্রহণের সঙ্গে বসল সংকর বিশেষণ?
advertisement
2/7
এই হাইব্রিড সূর্যগ্রহণের বিশেষত্ব হল এক্ষেত্রে সূর্যের আকৃতির তুলনায় চাঁদের ছায়া থেকে ছোট৷ ফলে চাঁদ সম্পূর্ণ আড়াল করতে পারে না সূর্যকে৷ চাঁদের ছায়াকে ছাপিয়ে চারপাশ থেকে দেখা যায় সূর্যের সোনালি বৃত্ত৷
advertisement
3/7
ফলে মাঝে অন্ধকার বৃত্ত এবং তার চারপাশে সোনালি বলয়ের সেই সূর্যকে দেখলে মনে হয় যেন সোনার আংটির মতো৷ ১০ বছর আগে এই বিরল মহাজাগতিক ঘটনা দেখা গিয়েছিল৷
advertisement
4/7
তবে নাসার তরফে জানানো হয়েছে বিশ্বের একটি মাত্র শহর থেকে হাইব্রিড সূর্যগ্রহণ ভাল করে দেখা যাচ্ছে৷ অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ দেখে দেখা যাবে ওই সোনার বলয় বা সোনার আংটি৷
advertisement
5/7
এ ছাড়া অস্ট্রেলিয়ার আরও বেশ কিছু এলাকা, নিউজিল্যান্ড, ইস্ট ইন্ডিজ, ফিলিপিন্স এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানা গিয়েছে। ভারতে এই হাইব্রিড সূর্যগ্রহণ দৃশ্য নয়৷
advertisement
6/7
ভারতীয় সময় অনুযায়ী সকাল ৭ টা ৪ মিনিট থেকে শুরু করে দুপুর ১২ টা ২৯ মিনিট পর্যন্ত স্থায়ী হবে হাইব্রিড সূর্যগ্রহণ৷
advertisement
7/7
এ বছরের প্রথম সূর্যগ্রহণ এটাই৷ শেষ সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবর৷ (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hybrid Solar Eclipse 2023: আজ আকাশে উদ্ভাসিত সোনার আংটি, এই বিরল মহাজাগতিক হাইব্রিড সূর্যগ্রহণ ঠিক কী