স্বামী-স্ত্রীর ঘুমোনোর 'পজিশন' কেমন হলে পারফেক্ট...? কাপলদের জন্য ঘুমানোর 'সেরা' ভঙ্গি কোনটি? জানুন বিশেষজ্ঞের মত
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Husband Wife Sleep Position: ঘুম জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই ঘুমের সঙ্গে জড়িয়ে থাকে জীবনের নানা ভাল ও মন্দ। শারীরিক স্বাস্হ্য হোক বা মানসিক, সম্পর্ক হোক বা জীবন, সব ক্ষেত্রে ঘুমের একটি আলাদা গুরুত্ব রয়েছে।
advertisement
1/11

ঘুম জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই ঘুমের সঙ্গে জড়িয়ে থাকে জীবনের নানা ভাল ও মন্দ। শারীরিক স্বাস্হ্য হোক বা মানসিক, সম্পর্ক হোক বা জীবন, সব ক্ষেত্রে ঘুমের একটি আলাদা গুরুত্ব রয়েছে।
advertisement
2/11
আবার এই ঘুমানোরও আছে কিছু নিয়ম। এমনকি দম্পতিদের জন্যও ঘুমের ক্ষেত্রে মানতে হয় কিছু জরুরি নিয়ম। যা না মানলে জীবনে নেমে আসতেই পারে এমন কিছু ঝুঁকি যা ভয়ঙ্কর দিকে ঠেলে দিতে পারে আপনাকে।
advertisement
3/11
আচ্ছা আপনি কি কখনও ভেবে দেখেছেন বিছানায় স্বামীর কোন দিকে স্ত্রীর শুয়ে ঘুমানো উচিত? এর নিয়ম কিন্তু বলে দেওয়া হয়েছে স্পষ্টভাবে বাস্তুশাস্ত্রে। কী সেই নিয়ম? জেনে নেওয়া যাক আজ এই প্রতিবেদনে।
advertisement
4/11
স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমায়। কিন্তু তারা কীভাবে ঘুমায়, তাদের ঘুমানোর অবস্থান কিরকম হবে তা খুব গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্রে স্বামী-স্ত্রীর ঘুমের ব্যবস্থা সম্পর্কেও নিয়ম রয়েছে। বলা হয়, ঘুমানোর সময় যদি স্বামী-স্ত্রী কোনও ভুল করে বসেন, তাহলে তাদের তার পরিণতি ভোগ করতে হবে।
advertisement
5/11
পুরান থেকে বর্তমান যুগ, প্রতিটি শুভ অনুষ্ঠানে স্ত্রী তার স্বামীর বাঁ পাশে বসেন। আচ্ছা আপনি কি কখনও ভেবে দেখেছেন যে স্ত্রীর আদতে স্বামীর কোন দিকে ঘুমানো উচিত? বাস্তুশাস্ত্র স্বামী-স্ত্রীর জন্য সঠিক ঘুমের দিক এবং পদ্ধতি নির্ধারণ করে।
advertisement
6/11
স্বামী-স্ত্রীর ঘুমানোর ভঙ্গি সম্পর্কে একটি প্রশ্ন হল, স্ত্রীর স্বামীর কোন দিকে ঘুমানো উচিত? বাস্তুশাস্ত্রে স্বামীর কোন দিকে স্ত্রীর ঘুমানো উচিত তাও উল্লেখ করা হয়েছে এই শাস্ত্রে। বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় স্ত্রীর উচিত স্বামীর বাঁ দিকে ঘুমানো।
advertisement
7/11
স্ত্রীর পক্ষে স্বামীর বাম কাত হয়ে ঘুমানো শুভ। স্ত্রী যদি তাঁর স্বামীর বাঁ দিকে ঘুমায়, তাহলে তাঁর বিবাহিত জীবন সুখী থাকে। সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। স্বামীর বাঁ দিকে কাত হয়ে ঘুমালে তার অনেক ধরণের বাস্তুগত উপকার হয়। তিনি দীর্ঘ জীবনযাপন করেন এবং সুস্থ থাকেন। সেই সঙ্গে তাঁর সৌভাগ্য লাভ হয়।
advertisement
8/11
এই প্রসঙ্গে জ্যোতিষী ডঃ রাধাকান্ত ভাটসের কাছ থেকে জেনে নেওয়া যাক কেন একজন স্ত্রীকে তাঁর স্বামীর একটি নির্দিষ্ট দিকে ঘুমাতে বলা হয়।
advertisement
9/11
তাঁর পরামর্শে জ্যোতিষী ডঃ রাধাকান্ত ভাটসে বলেন, "এটা বিশ্বাস করা হয় যে স্ত্রীর পক্ষে স্বামীর বাঁ দিকে ঘুমানো খুবই শুভ। এটি বিবাহিত জীবনকে সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ করে তোলে। স্ত্রী যদি স্বামীর বাঁ দিকে ঘুমায় তবে তা স্বামীর জন্য শুভ বলে বিবেচিত হয়। এটি স্বামীকেও রক্ষা করে।"
advertisement
10/11
বাস্তুশাস্ত্র অনুসারে, স্বামী-স্ত্রীর ঘরের দিকও উল্লেখ করা হয়েছে। তাদের ঘরটি দক্ষিণমুখী হওয়া উচিত। এছাড়াও, বিছানাটি কাঠের তৈরি হওয়া উচিত এবং ঘরটি হালকা রঙের হওয়া উচিত।
advertisement
11/11
অস্বীকৃতি: এই প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। News18 এই ধরনের বিষয়গুলি নিশ্চিত বা সমর্থন করে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
স্বামী-স্ত্রীর ঘুমোনোর 'পজিশন' কেমন হলে পারফেক্ট...? কাপলদের জন্য ঘুমানোর 'সেরা' ভঙ্গি কোনটি? জানুন বিশেষজ্ঞের মত