Utensil Washing Tips: শীতে কনকনে ঠান্ডা জলে বাসন মাজতে নাজেহাল! ছোট্ট এই কাজেই মুশকিল আসান, হাত আর জমবে না
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Utensil Washing Tips: শীতে বাসন ধোয়া মানে ক্রমাগত ঠান্ডা জলে হাত রাখা। এতে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এই সমস্যা এড়াতে কিছু টিপস কাজে লাগাতে পারেন। বিস্তারিত জেনে নিন।
advertisement
1/5

শীতে ঠান্ডা জল দিয়ে কাজ করতে মানুষের ভাল লাগে না। এই সময়ে বাসন ধোয়া মানে ক্রমাগত ঠান্ডা জলে হাত রাখা। এতে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এই সমস্যা এড়াতে কিছু টিপস কাজে লাগাতে পারেন। বিস্তারিত জেনে নিন।
advertisement
2/5
বাসন ধোয়ার সময় খুব ঠান্ডা লাগলে গ্লাভসও ব্যবহার করতে পারেন। গ্লাভস ঠান্ডা জল থেকে হাত রক্ষা করতে সাহায্য করবে। ঠিক ভাবে কাজ করতে হলে ভাল মানের গ্লাভস কিনতে হবে। এই গ্লাভস ঠান্ডা জল অনুভব করতে দেবে না। রাবারের তৈরি গ্লাভস ব্যবহার করাই ভাল।
advertisement
3/5
বাসন ধুতে ঠান্ডা জলের পরিবর্তে গরম জল ব্যবহার করতে পারেন। প্রথমে একটি পাত্রে গরম জল ভরতে হবে। সেটিতে সব নোংরা বাসন রাখুন।
advertisement
4/5
সেই পাত্রে নুন বা বেকিং সোডা বা লেবুও মেশাতে পারেন। এই মিশ্রণে বাসন কয়েক মিনিট ভিজিয়ে রাখলে বাসনের ময়লা এবং তেল পরিষ্কার হয়ে যাবে। এই কৌশলটি অবলম্বন করলে কয়েক মিনিটের মধ্যে সমস্ত পাত্র পরিষ্কার হয়ে যাবে।
advertisement
5/5
সিঙ্কে বাসন স্তূপ করবেন না। ছোট-বড় বাসন একসাথে ধোয়ার চেষ্টা করুন।অত্যন্ত নোংরা পাত্র ধুতে শুধুমাত্র গরম জল ব্যবহার করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Utensil Washing Tips: শীতে কনকনে ঠান্ডা জলে বাসন মাজতে নাজেহাল! ছোট্ট এই কাজেই মুশকিল আসান, হাত আর জমবে না