TRENDING:

Wooden Furniture Care: কাঠে ঘুণ ধরার ভয়, এই কয়েকটা উপায় মেনে চলুন, ভাল থাকবে বাড়ির আসবাব

Last Updated:
কাঠে বছরে একবার করে, বার্নিশ বা রঙের প্রলেপ দিন৷ রঙের উদ্র গন্ধ পোকা সহ্য করতে পারে না৷
advertisement
1/7
কাঠে ঘুণ ধরার ভয়, এই কয়েকটা উপায় মেনে চলুন, ভাল থাকবে বাড়ির আসবাব
পুরনো দিনের কাঠের আসবাব পত্রের আভিজাত্যই আলাদা৷ শাল, সেগুন বা মেহগনি কাঠের খাট হোক বা আলমারি বা ড্রেসিং টেবলে ঘরের অন্দরসজ্জায় দেয় রাজকীয় আমেজ৷
advertisement
2/7
তবে কেবল কাঠের আসবাব বাড়িতে আনলেই হবে না৷ দরকার তার যত্নও৷ নয়তো সেখানে বাসা বাঁধে ঘুণ পোকা৷ আস্তে আস্তে ভিতর থেকে ক্ষয়ে যেতে শুরু করে আসবাব পত্র৷ তাই দেখে নিন কাঠের যত্ন৷
advertisement
3/7
ঘুণপোকা ভেজা কাঠেই জন্মায়৷ ভেজা, স্যাঁতসেঁতে জায়গাতে ডিম পাড়ে৷ তাই চেষ্টা করুন, শুকনো জায়গায় রাখতে৷ কখনও ভেজা কাপড় দিয়ে আসবাব পরিষ্কার করবেন না৷ শুকনো ন্যাঁকড়া দিয়ে ভাল করে মুছে নিন৷
advertisement
4/7
কাঠের ছিদ্রে ঘুণ পোকা বাসা বাঁধে৷ পুরোনো দিনের আসবাবে অনেক সময় ফাটল দেখা যায়৷ তেমন কিছু দেখলে কাঠের কারিগর দেখে ছিদ্র বন্ধ করে দিন৷ নয়তো ঘুণপোকা ওই ছিদ্রে ঢুকে ডিম পাড়ে৷
advertisement
5/7
কাঠে বছরে একবার করে, বার্নিশ বা রঙের প্রলেপ দিন৷ রঙের উদ্র গন্ধ পোকা সহ্য করতে পারে না৷
advertisement
6/7
নিমতেল যে কোনও পোকামাকড়ের উপদ্রব কমাতে পারে৷ বাড়িতে যদি পোকার উপদ্রব বৃদ্ধি পায়, তাহলে সপ্তাহে অন্তত তিন দিন এই তেল বাড়ির মেঝে ও কাঠে ছড়িয়ে দিন৷
advertisement
7/7
এরপরেও আসবাবে যদি ঘুণ ধরে সে ক্ষেত্রে রাসায়নিকের ব্যবহার করুন৷ বাজারে বোরন পাউডারের মতো কিছু কেমিক্যাল পদার্থ সহজলভ্য৷ সেগুলো এনে ভাল করে স্প্রে করে নিন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Wooden Furniture Care: কাঠে ঘুণ ধরার ভয়, এই কয়েকটা উপায় মেনে চলুন, ভাল থাকবে বাড়ির আসবাব
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল