TRENDING:

Durga Puja 2024 Sindoor khela: দশমীতে সিঁদুর খেলার পর করুন এই ছোট্ট কাজ...! কোনও ক্ষতি হবে না ত্বকের! ঝলমল করবে মুখ

Last Updated:
Durga Puja 2024 Sindoor khela:রাত পোহালেই দশমী। আর দশমী মানেই সিঁদুর খেলা নিয়ে বাঙালির উন্মাদনার শেষ নেই। তবে বাজারচলতি সিঁদুর গালে ছোঁয়ানোর পর ত্বকে কিন্তু নানা সমস্যা দেখা যেতে পারে।
advertisement
1/5
দশমীতে সিঁদুর খেলার পর করুন এই ছোট্ট কাজ...! কোনও ক্ষতি হবে না ত্বকের! ঝলমল করবে
দোকানগুলিতে যে সিঁদুর বিক্রি হয় তাতে নানা রাসায়নিক পদার্থ মিশে থাকে। ত্বকের জন্য যা অত্যন্ত অস্বাস্থ্যকর। তাই সিঁদুর খেলার পরে ত্বকের যত্নে বাড়তি নজর দিতে হবে। এ নিয়ে জানালেন স্কিন স্পেশালিস্ট শুভব্রত রায়।
advertisement
2/5
বাড়ি ফিরে আগে মাথা, মুখ এবং শরীরের যে যে অংশে সিঁদুর লেগেছে, শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিন। প্রথমে জল দেবেন না তাহলে সিঁদুর ত্বকের সঙ্গে বসে যাবে।
advertisement
3/5
সিঁদুর খেলার ক্ষেত্রে ভেষজ সিঁদুর ব্যবহার করলে ভাল। তবে সব সময় তা হয় না। সে ক্ষেত্রে বাড়িতে ফিরেই প্রথমে তুলোয় করে মেকআপ রিমুভার নিয়ে সিঁদুর পরিষ্কার করে নিন। তার পর ফেসওয়াশ ব্যবহার করুন।
advertisement
4/5
মেকআপ রিমুভার না থাকলে বেবি অয়েল কিংবা নারকেল তেল তুলোয় নিয়ে সিঁদুর তুলে নিন। তবে একই তুলো বার বার ব্যবহার করবেন না। সিঁদুর তুলতে ব্যবহার করুন বেশ কয়েকটি কটন প্যাড।
advertisement
5/5
মুখ ভাল করে পরিষ্কার হয়ে গেলে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন। সিঁদুর খেলার ফলে ত্বকের আর্দ্রতা একেবারে তলানিতে ঠেকে। তাই ময়েশ্চারাইজ়ার ব্যবহার না করলে ফল ভুগতে হতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja 2024 Sindoor khela: দশমীতে সিঁদুর খেলার পর করুন এই ছোট্ট কাজ...! কোনও ক্ষতি হবে না ত্বকের! ঝলমল করবে মুখ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল