Pet Vaccination: পোষ্যের টিকাকরণ নিয়ে চিন্তিত? সারমেয়কে কী ভাবে সামলে রাখবেন?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
নিজের সন্তানের মতোই সারমেয় সন্তানের নিয়মিত শারীরিক পরীক্ষা জরুরি। নির্দিষ্ট বয়স থেকে শুরু হয় তাঁদেরও টিকাকরণ প্রয়োজন হয়।
advertisement
1/6

কিছুমাস হল চারপেয়ে সদস্য ঘরে এসেছে। কয়েক দিন যেতে না যেতেই সেও বাড়ির সদস্য হয়ে উঠেছে। তাঁর ভাল থাকার চিন্তা সর্বক্ষণ।
advertisement
2/6
নিজের সন্তানের মতোই সারমেয় সন্তানের নিয়মিত শারীরিক পরীক্ষা জরুরি। নির্দিষ্ট বয়স থেকে শুরু হয় তাঁদেরও টিকাকরণ প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে র‍্যাবিস, ডিএইচপিপিআই, লেপ্টোস্পারোসিস-সহ একাধিক ভ্যাকসিন বা টিকা বয়স অনুযায়ী দেওয়া হয়। জন্মের ছয় সপ্তাহ থেকে শুরু করে টিকাকরণ চলে ১৬ সপ্তাহ পর্যন্ত।
advertisement
3/6
পশু চিকিৎসকেরা বলছেন টিকাকরণের পর সামান্য কিছু উপসর্গ কোনও কোনও কুকুরের ক্ষেত্রে দেখা দিতে পারে, অনেক কুকুরের হালকা জ্বর আসতে পারে। আবার অনেক কুকুরের ইনজেকশনের জায়গায় ব্যথাও হতে পারে। র‍্যাশও দেখা দিতে পারে অনেক কুকুরের।
advertisement
4/6
এখন প্রবল গরম পড়ছে, ফলে এমনিতেই তাদের জল জাতীয় খাবার বেশি খাওয়ানো দরকার। টিকাকরণের পর সে জল খাচ্ছে কি না, খেয়াল রাখুন। তাদের সামনে পরিষ্কার পাত্রে জল রাখুন। বার বার জল খেলে শরীর ঠিক থাকবে। জল শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থ বার করতে সাহায্য করবে।
advertisement
5/6
খাওয়াতেও নজর দিন। হতেই পারে সে ঠিকমতো খেল না বা খেতে চাইছে না। বেশি জোর করার দরকার নেই। অবশ্যই পুষ্টিকর, সহজপাচ্য খাবার খেতে দেওয়া দরকার। স্বল্প পরিমাণে বারে বারে খাওয়াতে পারেন। টিকাকরণের পর এক বারে বেশি খাওয়ানো ঠিক নয়। টিকাকরণের পর সঙ্গে সঙ্গে তাকে স্নান করাতে যাবেন না। ইনজেকশনের জায়গায় ব্যথা হতে পারে। তাই সে যাতে আরামে শুতে পারে, সেই ব্যবস্থা রাখুন। পোষ্যকে আদর করার সময় খেয়াল রাখতে হবে, যাতে ব্যথার জায়গায় আঘাত না লাগে।
advertisement
6/6
পোষ্য যদি একটু ঝিমিয়ে থাকে, তা হলে তাকে নিয়ে বেরোনো বা শারীরিক কসরত করানোর দরকার নেই। দু’দিন বিশ্রাম দিলে সে এমনিতেই ঠিক হয়ে যাবে।উপসর্গ অল্পস্বল্প হলে ভাবনার কিছু নেই। তবে পোষ্যকে নজরে রাখা দরকার। জ্বর খুব বেশি হলে, বমি বা অন্য কোনও সমস্যা দেখা দিলে পশুচিকিৎসকের সাহায্য নেওয়া দরকার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Pet Vaccination: পোষ্যের টিকাকরণ নিয়ে চিন্তিত? সারমেয়কে কী ভাবে সামলে রাখবেন?