গোপনাঙ্গের গাঢ় রং ফর্সা করতে চান? জানুন উপায়...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তবে হঠাৎ করে গোপনাঙ্গের রং পরিবর্তন বিপজ্জনকও হতে পারে...
advertisement
1/5

*যে কোনও মানুষের বাকি শরীরের তুলনায় গোপনাঙ্গের রং কিছুটা গাঢ় হয়৷ প্রকৃতির নিয়মে শরীরের এই অংশের রং কালো হওয়াটাই স্বাভাবিক৷
advertisement
2/5
*কিন্তু অনেক সময় কোনও ছবিতে অ্যাডাল্ট দৃশ্যে যৌনরত নারী-পুরুষের গোপনাঙ্গের রং ফর্সা মনে হয়৷ অধিকাংশ ক্ষেত্রেই তা মেকআপের সাহায্যে করা হয়৷
advertisement
3/5
*কিন্তু নিয়মিত গোপনাঙ্গ পরিষ্কার রাখলে তা থাকে উজ্জ্বল৷ ফলে মিলনের সময় সঙ্গী বাড়তি আকৃষ্ট করে৷
advertisement
4/5
*এমন সাবান যার pH ৭ কাছাকাছি, তা দিয়েই পরিষ্কার করুন৷ খেয়াল রাখবেন যেন শরীরের এইভাব খুব শুকনো না হয়ে যায়৷ এরফলে ত্বক ফেটে চুলকনি থেকে যন্ত্রণা পর্যন্ত হতে পারে৷ খেয়াল রাখবেন যাতে সরাসরি যোনিদ্বার, যোনি বা পায়ুদ্বারে সাবান না লাগে৷ তাহলে সমস্যা হতে পারে৷
advertisement
5/5
*তবে খেয়াল রাখবেন, পুরুষাঙ্গ হোক বা যৌনাঙ্গের রং যদি হঠাৎ করে পরিবর্তন হয়, তাহলে বিপদ৷ এতে রোগের লক্ষণ৷ বিশেষ করে যৌনাঙ্গ দিয়ে যদি দুর্গন্ধ বের হয় বা চুলকানি, জ্বালা বা পুঁজ হলে অবশ্যই ডাক্তারকে দেখান৷