Male Infertility: স্বামী বা সঙ্গী বন্ধ্যাত্বের শিকার? কীভাবে তাঁর মানসিক আঘাত কাটিয়ে উঠতে সাহায্য করবেন?
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Male Infertility: নারীদের ক্ষেত্রে এই সমস্যা সহানুভূতি পেলেও পুরুষদের ক্ষেত্রে সমাজ তাঁকে অনেক সময়েই পুরুষত্বহীন বা ইমপোটেন্ট বলে মনে করে৷
advertisement
1/7

যখন তাঁরা সিদ্ধান্ত নেন যে এ বার তাঁরা পরিবার শুরু করতে চলেছেন, সেটাই কোনও দম্পতির কাছে বা জুটির কাছে অন্যতম সেরা মুহূর্ত৷ তবে সন্তানধারণে সমস্যা হলে অনেক জুটির কাছে স্পষ্ট হয়ে ওঠে বন্ধ্যাত্বের সমস্যা৷ নারীদের ক্ষেত্রে এই সমস্যা সহানুভূতি পেলেও পুরুষদের ক্ষেত্রে সমাজ তাঁকে অনেক সময়েই পুরুষত্বহীন বা ইমপোটেন্ট বলে মনে করে৷
advertisement
2/7
তিনি যে বন্ধ্যা বা তাঁর জন্যই সন্তান আসছে না, এই কঠোর সত্য মানতে পুরুষদেরও তীব্র আঘাত লাগে৷ তাঁদের সেই মানসিক আঘাত থেকে ঘুরে দাঁড়ানোর শক্তি দিতে পারেন স্ত্রী বা জীবনসঙ্গিনীই৷ তাঁর সাহচর্যেই পুরুষ পারবেন কঠিন সময় কাটিয়ে উঠতে৷ কী করে এই সময়ে স্বামী বা পুরুষসঙ্গীর পাশে থাকবেন? রইল কিছু টিপস৷
advertisement
3/7
পুরুষসঙ্গীর সঙ্গে কথা বলা বন্ধ করে দেবেন না৷ আপনি মানসিক ভাবে ভেঙে পড়লেও সঙ্গীর সঙ্গে কথা বলুন৷ নয়তো তিনি নিজেকে অবহেলিত ও ব্রাত্য মনে করতে পারেন৷ বোঝার চেষ্টা করুন তিনি কী চাইছেন৷
advertisement
4/7
মানসিক কষ্টে ছেলেরা সাধারণত চুপ করে যান৷ নিজেকে গুটিয়ে নেন৷ মেয়েরা নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করতে ভালবাসেন৷ কিন্তু স্পর্শকাতর এই সমস্যা পরিচিত বৃত্তে আলোচনা না করাই শ্রেয়৷ চিকিৎসকের সঙ্গে আলোচমা করুন৷ কিন্তু পরিচিতদের কাছে এ কথা বললে তা ঘুরে গিয়ে আপনার স্বামীর কানেই পৌঁছতে পারে৷ সেরকম হলে উনি দুঃখ পাবেন৷
advertisement
5/7
তিক্ত সত্য জানার পর সামলে নেওয়ার জন্য আপনার স্বামী বা সঙ্গীকে কিছুটা সময় দিন৷ আপনি নিজের থেকে তাঁকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য চাপ দেবেন না৷ বরং দেখুন, তিনি নিজের থেকে কখন যেতে চাইছেন৷
advertisement
6/7
মনের দুঃখে বা অভিমানে তাঁকে কটূক্তি করে ফেলবেন না৷ অনেক সময় হতাশাও রাগের রূপ ধারণ করে বেরিয়ে আসে৷ সতর্ক থাকুন সে দিকেও৷ যতটা সম্ভব কোমল ব্যবহার করুন তাঁর সঙ্গে৷
advertisement
7/7
পুরুষদের বন্ধ্যাত্ব এড়িয়ে সন্তানলাভের একাধিক পথ এখন আছে৷ আইভিএফ, স্পার্ম ডোনরের মতো আধুনিক ব্যবস্থা গ্রহণ করাই যায়৷ তবে সমস্যা সামনে আসার পর পরই সমাধান নিয়ে আলোচনা করতে বসবেন না৷ উপযুক্ত সময় আসার পর নরম ভাবে ঠান্ডা মাথায় কথা বলুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Male Infertility: স্বামী বা সঙ্গী বন্ধ্যাত্বের শিকার? কীভাবে তাঁর মানসিক আঘাত কাটিয়ে উঠতে সাহায্য করবেন?