TRENDING:

Book Care: বর্ষায় বইয়ের পাতা হলুদ হয়ে যাচ্ছে? কীভাবে তাক গোছালে বই থাকবে নতুনের মতো

Last Updated:
বেশিরভাগ ক্ষেত্রে পুরনো বইয়ে বেশি পোকা হয়৷ অনেকে তার জন্য রাসায়নিকের ব্যবহার করে৷ তা কিন্তু শরীরের জন্য খুব একটা ভাল নয়৷ অনেক ক্ষেত্রে বই পড়ার সময় এই রাসায়নিক শরীরের পড়লে ক্ষতি হতে পারে৷
advertisement
1/6
বর্ষায় বইয়ের পাতা হলুদ হয়ে যাচ্ছে? কীভাবে তাক গোছালে বই থাকবে নতুনের মতো
এখনও বৃষ্টি কমার কোনও রকম লক্ষণ নেই৷ বর্ষায় অবসর যাপন হোক বা অ্যাকাডেমিক কারণ, বইয়ের পাতা তো উল্টাতেই হয়৷ প্রাচীন কালে পড়াশোনা ছাড়াও অন্দর সজ্জাতেও বইয়ের ব্যবহারের কথা উল্লেখ আছে৷ কিন্তু বাড়ির এই সাধের সদস্যদেরও কিছু যত্ন-আত্তির প্রয়োজন আছে৷ বর্ষাকালে বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকে৷ এর ফলে বইয়ের পাতা হলুদ হয়ে যায়৷ তাই নিজে ভাল থাকার জন্য এদেরকেও ভাল লাগার দরকার রয়েছে৷
advertisement
2/6
বইয়ের যত্নের জন্য প্রথমেই দরকার একটা ভাল বুক শেলফ৷ অনেকেই অগোছালোভাবে বই রেখে দেয়৷ এটা করবেন না৷ চেষ্টা করবেন একটা কাঁচের জানলা যুক্ত তাক কেনার৷ এমনটা হলে ধুলোবালি কম পড়ে৷ কড়া রোদে, বৃষ্টির ছাটে বই নষ্ট হওয়ার কোনও আশঙ্কা থাকে না৷
advertisement
3/6
সব বই প্রতিদিন পড়াও হয় না৷ এর ফলে বইয়ে ধুলো জমে৷ বেশিদিন থাকলে পোকা জন্মায়৷ বইয়ের পাতা কেটে দেয়৷ তাই সপ্তাহে অন্তত একদিন মাঝে মাঝে বইগুলোকে শেল্ফ থেকে নামান৷ শুকনো কাপড় দিয়ে মুছে নিন৷ তাকগুলোকেও ঝেড়ে নিন৷
advertisement
4/6
বর্ষায় আর্দ্রতায় বইয়ের তাকেও পোকা জন্মাতে পারে৷ তাকের কোণাতে ন্যাপথলিন রেখে দিন৷ শুকনো ল্যাভেন্ডারের ফুলও ছোট-ছোট করে পুঁটলি করে বেঁধে রেখে দিন৷ এতে তাকে দুর্গন্ধ হবে না৷ পোকাও জন্মাবে না৷ একসঙ্গে অগোছালো বা গাদাগাদি করে বই রাখবেন না৷ চেষ্টা করুন বিষয় অনুযায়ী বইগুলোকে সাজিয়ে রাখতে৷ এর ফলে সময়ে বই খুঁজে পেতেও সাহায্য হবে৷
advertisement
5/6
বেশিরভাগ ক্ষেত্রে পুরনো বইয়ে বেশি পোকা হয়৷ অনেকে তার জন্য রাসায়নিকের ব্যবহার করে৷ তা কিন্তু শরীরের জন্য খুব একটা ভাল নয়৷ অনেক ক্ষেত্রে বই পড়ার সময় এই রাসায়নিক শরীরের পড়লে ক্ষতি হতে পারে৷ এর বদলে পুরোনো বইয়ের পাতার মধ্যে নিমপাতা রেখে দিন৷
advertisement
6/6
অনেকেই খাবার খেতে বই পড়ে৷ এই খারাপ অভ্যেসটি করবেন না৷ খাওয়ার হাতে বইয়ের পাতা ধরলে খাওয়ার গন্ধে পোকামাকড়া আরও বেশ আকৃষ্ট হয়৷ আবার অনেকেই বইয়ের পাতা মুড়িয়ে রাখেন, অথবা বইয়ের মধ্যে পাতা খুঁজে পাওয়ার জন্য পেন রেখে দেয়৷ এর ফলে বইয়ের বাঁধাই নষ্ট হয়ে যেতে পারে৷ এর বদলে বুকমার্কের ব্যবহার করুন৷ বই পড়ার আগে মলাট দিন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Book Care: বর্ষায় বইয়ের পাতা হলুদ হয়ে যাচ্ছে? কীভাবে তাক গোছালে বই থাকবে নতুনের মতো
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল