গরমে বিদ্যুতের বিল নিয়ে চিন্তায়? এক ধাক্কায় কমবে, দরকার শুধু এই ৫ সহজ পদক্ষেপ
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
How to reduce electricity bill: কিছু ছোট ছোট বিষয় মাথায় রেখেই কিন্তু আমরা বিদ্যুৎ বিলে বড়সড় পরিবর্তন আনতে পারি।
advertisement
1/7

আগে মধ্যবিত্তের ঘরে টিভি ও ফ্রিজ ছাড়া অন্য কোনও ভারি যন্ত্রপাতি ছিল না। কিন্তু এখন দেশের অবস্থানের পরিবর্তনের সঙ্গে মধ্যবিত্তের জীবনও দ্রুত বদলাতে শুরু করেছে। এখন যে কোনও বাড়িতেই ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, এমনকি এয়ার ফ্রায়ার বা টোস্টারের মতো ছোটবড় নানা আকারের উন্নত প্রযুক্তির মেশিন রয়েছে। এছাড়া গ্রীষ্মকালে এসি এবং শীতকালে গিজার ও রুম হিটারের ব্যবহার তো রয়েছেই।
advertisement
2/7
আমাদের ঘরে এমন জিনিসের ভিড়ে বিদ্যুৎ বিলও ক্রমাগত বাড়ছে। তবে আর চিন্তা করার দরকার নেই। কারণ কিছু ছোট ছোট বিষয় মাথায় রেখেই কিন্তু আমরা বিদ্যুৎ বিলে বড়সড় পরিবর্তন আনতে পারি।
advertisement
3/7
পুরনো যন্ত্রপাতি প্রায়ই বেশি বিদ্যুৎ খরচ করে এবং আমাদের মাসিক বিদ্যুতের বিল বাড়িয়ে দেয়। এখন শক্তি সাশ্রয়ী ৫ স্টার রেটযুক্ত যন্ত্রপাতি বাজারে আসতে শুরু করেছে যা আমাদের বিদ্যুৎ সাশ্রয় করতে সাহায্য করে।
advertisement
4/7
সুইচ অফ রাখা: আমরা যখন ঘর থেকে বের হই তখন অনেকেই লাইট এবং ইলেকট্রনিক প্রোডাক্টগুলি সুইচ অফ করতে ভুলে যাই, এমনটা একেবারেই করা যাবে না। প্রসঙ্গত জানিয়ে রাখা যায় যে, ফোন চার্জার এবং ল্যাপটপের মতো ছোট ডিভাইসগুলি ব্যবহার না করলেও এগুলিও কিন্তু বিদ্যুৎ বাড়িয়ে দেয়। অতএব, যখন এগুলি ব্যবহার করি না তখন বন্ধ রাখাই ভাল।
advertisement
5/7
বাল্ব পরিবর্তন: এলইডি আলোর বাল্বগুলি প্রচলিত বাল্বের তুলনায় কম বিদ্যুৎ ব্যবহার করে। এগুলি কম বিদ্যুৎ ব্যবহার করে এবং বেশি সময় আলো দেয়।
advertisement
6/7
চার্জার, পিসি বন্ধ রাখা: কম্পিউটারে কাজ করার পর সবসময় পাওয়ার সুইচ বন্ধ করে রাখতে হবে। এছাড়াও মোবাইল চার্জার চালু রাখলেও কিছু বিদ্যুৎ খরচ হয়। পাশাপাশি, টিভিকে স্ট্যান্ডবাই মোডে একেবারেই রাখা ঠিক নয়।
advertisement
7/7
এয়ার কন্ডিশনার সেটিংস: এখন যেহেতু গ্রীষ্মকাল আসছে, তাই অবশ্যই এসির প্রয়োজন হবে এবং কেউই অস্বীকার করতে পারবেন না যে এসি প্রচুর বিদ্যুৎ খরচ করে। এমন পরিস্থিতিতে, যদি বিদ্যুৎ সাশ্রয় করতে হয়, তবে একটি জিনিস আমরা করতে পারি- তা হল এটিকে ২৪ ডিগ্রি অটোমেটিক সেটিংয়ে চালানোর চেষ্টা করা, যাতে এটি মাঝে মাঝে সুইচ অফ হতে থাকে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
গরমে বিদ্যুতের বিল নিয়ে চিন্তায়? এক ধাক্কায় কমবে, দরকার শুধু এই ৫ সহজ পদক্ষেপ