TRENDING:

যৌনতায় একঘেয়েমি? নতুন করে শরীর জাগবে এই উপায়ে

Last Updated:
যে রতিক্রিয়ায় নিমেষে উড়ে যেত সারাদিনের ক্লান্তি, তাতেও আজকাল নেই তেমন আগ্রহ ৷ সমাধান কী? জানাচ্ছেন মনোবিদরা
advertisement
1/6
যৌনতায় একঘেয়েমি? নতুন করে শরীর জাগবে এই উপায়ে
যৌনতার মতো স্ট্রেসবাস্টারও কখনও কখনও স্ট্রেসের কারণ হয়ে ওঠে ৷ সময়ের সঙ্গে সঙ্গে চাহিদা ক্রমেই ফিকে হয়ে আসে। যে শরীর একসময় ঝড় তুলত বিছানায় তাও আজকাল হিমশীতল ৷ যৌনজীবনের ভাটা প্রভাব ফেলে সম্পর্কে ক্রমে বাড়াতে দূরত্ব ৷ হারিয়ে যাওয়া সেই আনন্দ ফিরে আনতে বিশেষজ্ঞরা দিচ্ছেন অসাধারণ কিছু পরামর্শ ৷
advertisement
2/6
বহুদিনের প্রেমিক-প্রেমিকা বা দম্পতিদের সম্পর্কে সময়ের সঙ্গে সঙ্গে আসে একঘেয়েমি ৷ যে রতিক্রিয়ায় নিমেষে উড়ে যেত সারাদিনের ক্লান্তি, তাতেও আজকাল নেই তেমন আগ্রহ ৷ এমন অবস্থায় আপনাকে সাহায্য করতে পারে অভিনয় ৷ চমকে উঠবেন না৷ এমনই পরামর্শ দিচ্ছেন মনোবিদরা ৷ Photo Source: Collected
advertisement
3/6
এক বিখ্যাত হলিউড দম্পতির মুখে শোনা গিয়েছিল এমনই গল্প ৷ বিছানায় উত্তেজনা ফিরিয়ে আনতে এবং যৌনজীবন যাতে কোনওভাবেই একঘেয়ে না হয়ে যায় তার জন্য নিত্যনতুন অবতারে অভিনয় করতেন ৷ Photo Source: Collected
advertisement
4/6
সঙ্গীকে আকৃষ্ট করতে এক্সপেরিমেন্ট করতে পারেন অন্তর্বাস নিয়েও ৷ খেলতে পারেন রোল রিভার্সাল গেমও ৷
advertisement
5/6
উৎসাহ ফিরিয়ে আনতে সঙ্গমে লিপ্ত হওয়ার জন্য বেছে নিতে পারেন ঘরের কোনও অব্যবহৃত কোণ ৷ সোফা বা বেডরুমের বদলে রতিক্রিয়া চলতে পারে বাথরুম বা খাবার ঘরের টেবিল, কিংবা চিলেকোঠার সামনের এক টুকরো জায়গা ৷ পড়শিদের চোখ বাঁচিয়ে খোলা আকাশের নীচে সঙ্গমও শরীরে জাগিয়ে তুলতে পারে কামরসের ঝড় ৷ representative image
advertisement
6/6
পড়শিদের চোখ বাঁচিয়ে খোলা আকাশের নীচে সঙ্গমও শরীরে জাগিয়ে তুলতে পারে কামরসের ঝড় ৷ Photo Source: Collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
যৌনতায় একঘেয়েমি? নতুন করে শরীর জাগবে এই উপায়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল