Silk Saree Hacks: সিল্কের শাড়িতে জেদি দাগ? এক টাকাও খরচ নয়! হেঁশেলের জিনিসেই দিয়ে তুলে ফেলুন সহজে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Silk Saree Hacks: সিল্কের শাড়িতে দাগ লাগলে অনেক সময় তা উঠতে চায় না। কয়েকটি ঘরোয়া উপায়েই সেই দাগ তুলে ফেলা যায়। বিস্তারিত জেনে নিন।
advertisement
1/5

সিল্কের শাড়িতে দাগ লাগলে অনেক সময় তা উঠতে চায় না। কয়েকটি ঘরোয়া উপায়েই সেই দাগ তুলে ফেলা যায়। বিস্তারিত জেনে নিন।
advertisement
2/5
প্রতিটি দাগ অপসারণের নিজস্ব উপায় আছে। যেমন, দাগ যদি তেল, চা, কফি, রক্ত ইত্যাদির হয় তা হলে তা দূর করার বিভিন্ন পদ্ধতি থাকবে।
advertisement
3/5
হালকা ডিটারজেন্ট দিয়ে যদি সিল্কের শাড়ি পরিষ্কার করেন, তবে তা নিরাপদ থাকবে। জলে ডিটারজেন্ট দিন এবং দাগযুক্ত স্থানে এটি লাগান এবং ঘষুন। শ্যাম্পুও ব্যবহার করতে পারেন।
advertisement
4/5
গরম জলের ব্যবহার সিল্কের শাড়ির এবং ফাইবার নষ্ট করে। অতএব সব সময় শুধুমাত্র ঠান্ডা জলে এগুলি পরিষ্কার করুন।
advertisement
5/5
সিল্কের দাগ দূর করতে ১:১ অনুপাতে সাদা ভিনিগার এবং জলের মিশ্রণ তৈরি করুন। দাগের উপর লাগিয়ে পরিষ্কার করুন। এই কৌশল তেলের দাগের উপর ভাল কাজ করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Silk Saree Hacks: সিল্কের শাড়িতে জেদি দাগ? এক টাকাও খরচ নয়! হেঁশেলের জিনিসেই দিয়ে তুলে ফেলুন সহজে