TRENDING:

Fridge Care Tips: ডিপ ফ্রিজে অতিরিক্ত বরফ জমছে? এখনই ঠিক না করলে কিন্তু চরম বিপদে পড়বেন, সাবধান!

Last Updated:
Fridge Care Tips: কখনও কখনও ফ্রিজারে এত পরিমান বরফ জমে যায় যে ডিফ্রোস্ট করতে হয়, অর্থাৎ বরফ গলিয়ে ফেলতে হয়৷ তবে এটা কেন হয় জানেন? আপনি হয়তো জানেনই না, আপনার নিজের সামান্য ভুলের কারণেই এমনটা হয়৷ এমন চলতে থাকলে কিন্তু ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকেন৷
advertisement
1/5
ডিপ ফ্রিজে অতিরিক্ত বরফ জমছে? এখনই ঠিক না করলে কিন্তু চরম বিপদে পড়বেন, সাবধান!
ফ্রিজ ছাড়া একমুহূর্ত চলে না কারোরই৷ ফ্রিজ না থাকলে অনেক সমস্যাতেই পড়তে হয়৷ তবে ফ্রিজের একটি বড় সমস্যা হল যখন ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমতে শুরু করে৷
advertisement
2/5
কখনও কখনও ফ্রিজারে এত পরিমান বরফ জমে যায় যে ডিফ্রোস্ট করতে হয়, অর্থাৎ বরফ গলিয়ে ফেলতে হয়৷ তবে এটা কেন হয় জানেন? আপনি হয়তো জানেনই না, আপনার নিজের সামান্য ভুলের কারণেই এমনটা হয়৷ এমন চলতে থাকলে কিন্তু ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকেন৷
advertisement
3/5
যাদের সিঙ্গল ডোর ফ্রিজ তারা অনেক বেশি এই সমস্যার সম্মুখীন হন৷ আপনি যতবারই ফ্রিজার পরিস্কার করুন না কেন, ফ্রিজারে পুনরায় পাহাড়ের মতো বরফ জমে যাবে৷ কীভাবে মুক্তি পাবেন এই সমস্যার থেকে৷
advertisement
4/5
ফ্রিজের দরজা বা ঢাকনার গ্যাসকেট নষ্ট হয়ে গেলে এই সমস্যা হয়। এতে হাওয়া ঢুকে যায়৷ দরজা বা গ্যাসকেটে জলের ফোঁটা বা ভাঙ্গার মতো ক্ষতি হলে সেটা সারিয়ে নিতে হবে৷ ইভাপোরেটর কয়েল নষ্ট হলেও এই সমস্যা হয়। এই কয়েল ফ্রিজ থেকে অতিরিক্ত জল অপসারণের জন্য দায়ী। কয়েল নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করলে এই সমস্যা হয় না।
advertisement
5/5
জল পরিষ্কার করে এই জলের ফিল্টারটি ভেঙে যায় তবে বরফ তৈরি হতে পারে। আপনি ফ্রিজে যা কিছু রাখেন সবই বরফে ঢাকা থাকে। এর একটাই সমাধান হল জলের ফিল্টার প্রতিস্থাপন করা।তাই ফ্রিজ দীর্ঘ সময় ধরে ভাল রাখতে চাইলে বছরে অন্তত একবার মেরামত করা দরকার। তবেই এ ধরনের সমস্যা এড়ানো সম্ভব। বাড়িতে সপ্তাহে একবার বা মাসে দুইবার ফ্রিজ পরিষ্কার করলে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fridge Care Tips: ডিপ ফ্রিজে অতিরিক্ত বরফ জমছে? এখনই ঠিক না করলে কিন্তু চরম বিপদে পড়বেন, সাবধান!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল