TRENDING:

ভাল জামায় রং লেগে গেছে? জেনে নিন জামার রং তোলার ঘরোয়া উপায়

Last Updated:
advertisement
1/6
ভাল জামায় রং লেগে গেছে? জেনে নিন জামার রং তোলার ঘরোয়া উপায়
দোল মোটামুটি সবাই পুরনো জামাকাপড় পরেই খেলে৷ কিন্তু বন্ধুবান্ধবদের হুল্লোড়ে অনেক সময়ই ভাল জামাকাপড়েও রং, আবির লেগে যায়৷ সেই রং কোনওভাবেই ওঠে না৷ জেনে নিন পোশাক থেকে রং তোলার কিছু ঘরোয়া উপায়৷
advertisement
2/6
দোল খেলার পরই পোশাক কেচে ফেলুন৷ রেখে দিলে রং তোলা মুশকিল হবে৷ এক বালতি ঠান্ডা জলে আধ কাপ ভিনিগারের সঙ্গে ১ চা চামচ ডিটারজেন্ট মেশান৷ এই জলে ৩০ মিনিট জামা ভিজিয়ে রেখে তারপর কাচুন৷ রং তোলা সহজ হবে৷
advertisement
3/6
ভ্যানিশ লিকুইডের বোতলের গায়ে লেখা নির্দেশ অনুযায়ী আলাদা আলাদা ভাবে রং লাগা জামা কাপড় কাচুন৷ দেখবেন রং উঠে যাবে৷
advertisement
4/6
যদি সাদা জামা পরে রং খেলে থাকেন তাহলে কাচার সবচেয়ে ভাল উপায় হল নন ক্লোরিন ব্লিচ৷ সাদা পোশাক গরম জলে নন ক্লোরিন ব্লিচ দিয়ে ভিজিয়ে রাখুন৷ কেচে শুকিয়ে নিন৷
advertisement
5/6
রং লাগা পোশাক সাবান জলে কাচার আগে অ্যালকোহলে ভিজিয়ে রাখুন৷ তারপর ঠান্ডা জলের তলায় ধরে ধুয়ে নিন৷ এবার সাবান জলে কাচুন৷
advertisement
6/6
নরম ব্রিসলের কোনও টুথব্রাশে টুথপেস্ট লাগিয়ে নিন৷ রং লাগা জামার ওপর ঘষতে থাকুন৷ রং উঠে গেলে কেচে নিন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ভাল জামায় রং লেগে গেছে? জেনে নিন জামার রং তোলার ঘরোয়া উপায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল