Reduce AC Electric Bill: যথেচ্ছ এসি চালিয়েও কীভাবে কমাবেন ইলেকট্রিক বিল? দেখে নিন সহজ টিপস
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Tips To Reduce Air Conditioner Electric Bill: এসি-র তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখুন।
advertisement
1/6

এমন বীভৎস গরম শেষ কবে টের পেয়েছিলেন ভাবতে বসলেই ঘেমে যাচ্ছে দেহ। ফ্যান থেকে ঝরছে আগুন, বিছানা থেকে উঠছে তাপ। বাড়িতে বা অফিসে এসি ছাড়া থাকা দায় হয়ে যাচ্ছে। এসিতে শারীরিক আরাম ঠিকই, কিন্তু মাসের শেষে পকেটের মোটেও আরাম হবে না বলেই দুশ্চিন্তা করছেন? আপনার জন্য রইল কিছু বিশেষ টিপস। কীভাবে এই গরমে একটু বেশি সময় এসি ব্যবহার করলেও ইলেকট্রিকের বিল মারাত্মক পরিমাণে বাড়বে না, জেনে নিন সেই পদ্ধতিগুলি।
advertisement
2/6
এসি-র তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখুন। অনেকেই গরম থেকে বাঁচতে ১৬ ডিগ্রিতেও নামিয়ে দেন তাপমাত্রা। কিন্তু তাতে ইলেকট্রিকের খরচ ব্যাপক হারে বেড়ে যায়। ২৫-২৬ ডিগ্রিতে এসি রাখলে বিদ্যুতের খরচ বিশেষ বাড়ে না।
advertisement
3/6
এসি যদি বছরে গড়ে ১০০০ ঘণ্টার কম চলে এবং বিদ্যুতের ইউনিট পিছু খরচ যদি ৫ টাকা হয় তবে ৩ স্টার স্প্লিট এসি কিনলেই চলবে। কিন্তু এসি যদি গড়ে বছরে ১০০০ ঘণ্টা থেকে ১৫০০ ঘণ্টা চলে তবে অবশ্যই ৫ স্টার স্প্লিট এসি কিনুন। তাতে বিদ্যুতের খরচ অনেকটাই কম হবে। আর খুব পুরনো এসি চালাবেন না। আগেকার এই এসিগুলিতে বিদ্যুতের খরচ বেশি হত। নতুন প্রযুক্তির এসিতে বিদ্যুৎ খরচ কমানোর চেষ্টা করা হয়।
advertisement
4/6
টাইমার ব্যবহার করুন। তাতে ঘর ঠান্ডা হয়ে গেলে এসি নিজেই বন্ধ হয়ে যাবে। রাতে ঘুমের মধ্যে উঠে এসি বন্ধ করতে পারেন না অনেকেই। তাতে অপ্রয়োজনীয় ইলেকট্রিক বিল বাড়ে। বার বার এসি অন-অফ করবেন না। তাতে বিদ্যুৎ বেশি খরচ হয়।
advertisement
5/6
এসির ফিল্টারটি নিয়মিত পরিষ্কার করা উচিত। বাইরের গরম বাতাস ভিতরে ঢোকার পথগুলি ভালো করে বন্ধ করে রাখুন। তাতেও এসির বিদ্যুতের খরচ কমবে।
advertisement
6/6
রাতে টাইমার দেওয়ার সময়ে ৫ ঘণ্টা এসি চালানোর ব্যবস্থা রাখুন। তাতে পরের দু’ঘণ্টা ঘর এমনিই ঠান্ডা থাকবে। বিশেষ করে ভোরে বাইরের তাপমাত্রা কম থাকে। তখন ঘর চট করে গরম হবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Reduce AC Electric Bill: যথেচ্ছ এসি চালিয়েও কীভাবে কমাবেন ইলেকট্রিক বিল? দেখে নিন সহজ টিপস