TRENDING:

How To Redecorate Your Room: সাজাব যতনে... নিজের ঘরকে করে তুলুন আরও মনোরম

Last Updated:
How To Redecorate Your Room: ঘরে পছন্দসই ছবি লাগান। সুন্দর উইন্ডচাইম লাগাতে পারেন যার শব্দ আপনাকে ইতিবাচক শক্তি দেবে।
advertisement
1/6
সাজাব যতনে... নিজের ঘরকে করে তুলুন আরও মনোরম
নিজের ঘরকেও একইরকম দেখতে কত আর ভাল লাগে, তাই না?
advertisement
2/6
তাই মাঝেমধ্য়ে ঘরের সৌন্দর্যও বদলানো দরকার। একটি বাড়ির চেহারা এবং অনুভূতি প্রবেশদ্বার বা প্রধান দরজা থেকে শুরু হয়। আপনি যদি আপনার বাড়িটিকে চটকদার করতে চান, তাহলে সদর দরজা দিয়ে শুরু করুন। রং পরিবর্তন করুন, নবগুলিকে উজ্জ্বল করুন। সুন্দর এবং নান্দনিক দেখাতে আপনি ডুয়াল কালার টোনও দিতে পারেন।
advertisement
3/6
ঘরে ইনডোর প্ল্য়ান্ট লাগান। এতে সৌন্দর্য বাড়বে, আপনার মনও ভাল থাকবে।
advertisement
4/6
সঠিক আসবাবপত্র, সঠিক রঙ, সঠিক আলোর নির্বাচন বসার ঘরের সাজসজ্জায় এনে দেবে এক নতুন মাত্রা- ভুললে চলবে না। এছাড়া একটি কোণ বাছুন যেখানো সঠিকভাবে বায়ুচলাচল করে। সেই জায়গাটিকে সোফা বা অন্য় আসবাব দিয়ে মনের মতো সাজান। নিজের মতো সময় কাটানোর জন্য় এই ধরনের কর্ণার স্পেসের জুড়ি মেলা ভার
advertisement
5/6
বসার ঘরের সাজসজ্জার ক্ষেত্রে আরেকটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হল রঙের নির্বাচন। সঠিক রঙের নির্বাচনই বসার ঘরকে সকলের কাছে করে তুলবে আকর্ষণীয়। গাঢ় রঙ, হাল্কা রঙ অথবা নানা ধরনের রঙের শেডের ব্যবহার এক্ষেত্রে করা যেতেই পারে। এখানে শুধু একটা বিষয় মাথায় রাখতে হবে ঘরের রঙের সঙ্গে অন্য সব কিছুও যেন মানানসই হয়। বসার ঘরটি যে কোনও বাড়ির সারাংশ। বসার ঘরকে সুন্দর করলে আপনার পুরো বাড়িকে নতুন এবং সতেজ দেখাবে। পুরানো সোফার কভার এবং কুশন কভার পরিবর্তন করুন।
advertisement
6/6
ঘরে পছন্দসই ছবি লাগান। সুন্দর উইন্ডচাইম লাগাতে পারেন যার শব্দ আপনাকে ইতিবাচক শক্তি দেবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
How To Redecorate Your Room: সাজাব যতনে... নিজের ঘরকে করে তুলুন আরও মনোরম
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল