Makeup Tips : ঘণ্টা দুই বাদেই কাজল ঘেঁটে যাচ্ছে? এই সহজ উপায়েই পান ম্যাজিকের মতো সমাধান
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Makeup Tips : কাজল যদি দুই ঘণ্টা বাইরে বেরনোর পরেই ঘেঁটে যায়, তাহলে তো একেবারেই ভাল লাগে না। তবে এর থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে। রইল সমাধান
advertisement
1/6

বাঙালি মেয়েদের কাজল কালো চোখে যুগ যুগ ধরে ছেলেরা প্রেমে পড়েছে। সৌন্দর্যে এক অন্য় মাত্রা এনে দেয় এই কাজল। কলেজে যাচ্ছেন? অফিসে যাচ্ছেন? কিংবা কোনও বন্ধুর বাড়ি? একটু কাজল লাগিয়ে নিলেই আর সাজের প্রয়োজন পড়ে না। আর এই গুরুত্বপূর্ণ সাজের সরঞ্জাম যদি দুই ঘণ্টা বাইরে বেরনোর পরেই ঘেঁটে যায়, তাহলে তো একেবারেই ভাল লাগে না। তবে এর থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে। রইল সমাধান।
advertisement
2/6
কাজল পড়ার আগে চোখের নিচটা ভাল করে পরিস্কার করে নিন। ত্বকের নিজস্ব তেলতেলে ভাবটা আগে পুরোপুরি পরিস্কার করে নিতে হবে। পরিস্কার জন্য় জেল দেওয়া ক্লিনসার দিয়ে চোখের তলাটা মুছে নিন।
advertisement
3/6
কাজল পড়ার আগে পুরো মেকআপ করে নিন। ফাউন্ডেশন, কনসেলরেরও আগে ভাল করে প্রাইমার মেখে, তা ভাল করে মিলিয়ে নিন ত্বকের সঙ্গে। তারপর কাজল পড়লে কিছুতেই ঘাঁচবে না কাজল।
advertisement
4/6
লুস পাউডার মেকআপের একটা রুটিং বানিয়ে নিন। কাজল পড়ার আগে লুস পাউডার দিয়ে মেকআপ ফিক্স করে নিয়ে কাজল পড়লে ঘাঁটবে না কাজল।
advertisement
5/6
ঠিক কাজল বাছুন। আপনার ত্বকের জন্য় সেরা কাজলটাই বাছুন।
advertisement
6/6
কাজল পড়ার পদ্ধতির উপরেও নির্ভরশীল কাজল কতক্ষণ থাকবে চোখে। প্রথমে কাজল দিয়ে বর্ডার লাইন এঁকে নিন, তারপরে ঠিক যতটা চান স্মাজ করতে পারেন বা, ভরাট করতে পারেন বাকিটা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Makeup Tips : ঘণ্টা দুই বাদেই কাজল ঘেঁটে যাচ্ছে? এই সহজ উপায়েই পান ম্যাজিকের মতো সমাধান