TRENDING:

Prevent Cats From House: সতর্ক না থাকলেই ঘরে বিড়াল ঢুকে দুধ চুরি? উৎপাত এড়াতে এই ৫ টোটকা মোক্ষম! ঘরে ঢুকবে না বিড়াল

Last Updated:
Prevent Cats From House: কিন্তু সর্বক্ষণ জানলা বন্ধ করতে কি ভাল লাগে? ঘরে আলো বাতাসেরও তো প্রয়োজন। সেক্ষেত্রে এমন কিছু সমাধান আছে যাতে আপনি সারাক্ষণ সতর্ক না থাকলেও কুছ পরোয়া নেহি।
advertisement
1/8
সতর্ক না থাকলেই ঘরে বিড়াল ঢুকে দুধ চুরি? উৎপাত এড়াতে এই ৫ টোটকা মোক্ষম! জানুন
বিড়ালরা প্রায়ই দুধের সন্ধানে সুযোগ পেলেই ঘরে ঢুকে পড়ে। আর কেউ কেউ তাতে বেশ বিরক্ত হন। এই পরিস্থিতিতে সর্বদা সতর্ক থাকতে হয়। বাড়ির সমস্ত দরজা-জানলা সব সময় বন্ধ রাখতে হয়। যাতে বিড়াল ঘরে ঢুকতে না পারে।
advertisement
2/8
কিন্তু সর্বক্ষণ জানলা বন্ধ করতে কি ভাল লাগে? ঘরে আলো বাতাসেরও তো প্রয়োজন। সেক্ষেত্রে এমন কিছু সমাধান আছে যাতে আপনি সারাক্ষণ সতর্ক না থাকলেও কুছ পরোয়া নেহি।
advertisement
3/8
এই কয়েকটি উপায়ে বিড়াল নিজে থেকেই আপনার বাড়ির চারপাশে ঘোরাঘুরি বন্ধ করে দেবে। কী সেই উপায়গুলি? বাড়িতে কিছু বৃক্ষরোপণের দরকার, জানুন কী কী।
advertisement
4/8
ল্যাভেন্ডার- ল্যাভেন্ডারের গন্ধ নিশ্চয়ই আপনার খুব প্রিয়, কিন্তু জানেন কি, বিড়ালেরা মোটেও পছন্দ করে না। আর তাই এটির আশেপাশে ঘোরাফেরা করে না। গাছে উপস্থিত লিনালুল যৌগের কারণে এমনটি ঘটে। বাড়িতে লাগিয়ে ফেলুন এই গাছ।
advertisement
5/8
পুদিনা- যদি আপনার বাগানে পুদিনা লাগানো থাকে, তাহলে বিড়ালকে তার চারপাশে ঘুরে বেড়াতে দেখতে পাবেন না। এটির সুগন্ধ একেবারেই না পসন্দ বিড়ালদের। তাই এই গাছটিও লাগিয়ে দেখতে পারেন।
advertisement
6/8
রোজমেরি- বাড়ির জানলা বা দরজার কাছে রোজমেরি গাছ রাখুন। দেখবেন, আপনার ঘরে বিড়াল আসা বন্ধ হবে।
advertisement
7/8
লেমন গ্রাস- বিড়ালদের ঘর থেকে দূরে রাখতে চান? তাহলে বাড়ির আশপাশে লেমন গ্রাস লাগাতে পারেন। আসলে এর সুগন্ধ খুবই শক্তিশালী, যা বিড়ালদের একেবারেই সহ্য হয় না।
advertisement
8/8
জেড- বিড়ালরা জেড গাছ থেকে দূরে থাকে। আর তাই আপনি এই ইনডোর প্ল্যান্টটিকে আপনার বাড়ির সজ্জার সরঞ্জামে যুক্ত করতে পারেন। তাতে ঘরও সাজানো হল, বিড়ালও তাড়ানো হল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Prevent Cats From House: সতর্ক না থাকলেই ঘরে বিড়াল ঢুকে দুধ চুরি? উৎপাত এড়াতে এই ৫ টোটকা মোক্ষম! ঘরে ঢুকবে না বিড়াল
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল