TRENDING:

পুজোর সময় গোটা বাড়ি সুগন্ধে মম করবে, হাতের কাছে মজুত থাকা উপাদান দিয়ে সহজেই বানান রুম ফ্রেশনার

Last Updated:
বাড়িতেই, ঘরোয়া উপায়ে, হাতের কাছে মজুত থাকা উপাদান দিয়ে খুব সহজেই বানাতে পারেন রুম ফ্রেশনার। কীভাবে?
advertisement
1/6
পুজোর সময় গোটা বাড়ি সুগন্ধে মম করবে, ঘরোয়া উপাদান দিয়েই বানান রুম ফ্রেশনার
একে গরম, তায় মাঝেমাঝেই বৃষ্টি! ঘরে কেমন একটা ভ্যাপসা, দমবন্ধা করা গন্ধ! তবে, একগাদা টাকা খরচা করে, নামীদামি ব্র্যান্ডের রুম ফ্রেশনার কেনার প্রয়োজন নেই! বাড়িতেই, ঘরোয়া উপায়ে, হাতের কাছে মজুত থাকা উপাদান দিয়ে খুব সহজেই বানাতে পারেন রুম ফ্রেশনার। কীভাবে?
advertisement
2/6
তেজপাতা, দারচিনি ও লেবুর টুকরো একসঙ্গে একটা ছোট বাটিতে নিয়ে ঘরের কোনায় রেখে দিন। টানা ৪-৫ ঘণ্টা পর্যন্ত ঘরে মিষ্টি, ফুরফুরে একটা গন্ধ ঘুরপাক খাবে। একই ফল দেয় লেবুপাতা ও কমলালেবুর শুকনো খোসা।
advertisement
3/6
১ কাপ জলে ২ টেবিল চামচ কম দামি অ্যালকোহল (রাবিং অ্যালকোহল দিলে কাজ হবে না, ভদকা-জাতীয় চলতে পারে) এবং আপনার পছন্দের ১০ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে ঘরে ছিটিয়ে দিন। দেখবেন, ব্র্যান্ডেড রুম ফ্রেশনারকে হার মানাবে!
advertisement
4/6
ছোট কার্ডবোর্ড বাক্সে কিছুটা বেকিং সোডা ও কয়েক ফোঁটা গন্ধ তেল দিয়ে বন্ধ করে রাখুন। উপরে ছোট্ট ফুটো করে দেবেন। এটি বাথরুম বা ঘরের কোনায় রাখলে দুর্গন্ধ চলে যায়। ক'দিন অন্তর খালি একটু তেল ঢেলে দেবেন।
advertisement
5/6
রান্নাঘরে দুর্গন্ধ রুখতে, অল্প দারচিনি, এলাচ ও তেজপাতা জলে মিশিয়ে ফোটান। মিশ্রণ ফুটে গেলে, আঁচ হালকা করে বেশ কিছুক্ষণ গ্যাসে বসিয়ে রাখুন, যাতে ভাপ সারা রান্নাঘরে ছড়িয়ে পড়ে।
advertisement
6/6
ফ্রিজে পচা গন্ধ? পাতিলেবু অর্ধেক কেটে ফ্রিজের কোনায় রেখে দিন। অথবা, আইস-ট্রে তে ভিনিগার জমিয়ে রাখুন। কিংবা রেখে দিন এক বাটি ওট, কফি অথবা কাঠকয়লা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
পুজোর সময় গোটা বাড়ি সুগন্ধে মম করবে, হাতের কাছে মজুত থাকা উপাদান দিয়ে সহজেই বানান রুম ফ্রেশনার
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল