Lifestyle: বাজারের কোনও কেমিক্যাল প্রোডাক্ট নয়, এই সবজি দিয়ে করুন মনের মত চুল রং
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
How to make natural hair dye with beetroot: বাজারের হেয়ার কালার বাদে আপনি যদি ঘরোয়া উপায়ে চুলের রং করেন তাহলে তা চুলের জন্য খুব ভাল। আর ঘরোয়া উপায়ে চুল রং করার আপনার কাজে আসতে পারে এই সবজি।
advertisement
1/7

বর্তমানে কেউ স্টাইলের জন্য কেউ আবার সাদা চুল ঢাকতে চুল রং করে থাকেন। চুল কালার করার জন্য আবার বেশিরভাগ ক্ষেত্রেই বাজারের প্যাকেটজাত প্রোডাক্টের উপর নির্ভর করি।
advertisement
2/7
কিন্তু বাজারের প্যাকেটজাত হেয়ার কালারে রাসায়নিকের ব্যবহার অনেক মাত্রায় থাকে। যার ফলে চুলের কালার হলেও আদতে তা আপনার চুলের আরও ক্ষতি করতে পারে।
advertisement
3/7
তবে বাজারের হেয়ার কালার বাদে আপনি যদি ঘরোয়া উপায়ে চুলের রং করেন তাহলে তা চুলের জন্য খুব ভাল। আর ঘরোয়া উপায়ে চুল রং করার আপনার কাজে আসতে পারে এই সবজি।
advertisement
4/7
সেই সবজি হল বিট। এই সবজি বিটলাইন থাকায় তা জলের সঙ্গে খুব সহজেই দ্রবীভূত হয়। যা দিয়ে ডাই তৈরি করা সহজ। আর বিট চুলের স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী। কারণ রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিইনফ্ল্য়ামেটরি।
advertisement
5/7
এবার কীভাবে বিটের ডাই বানাবেন তা জেনে নেওয়া যাক। বিট কুরিয়ে নিয়ে বা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে এক কাপ জলে ভাল করে ফুটিয়ে নিন। ঘন হয়ে এলে সেই মিশ্রণ সুতির কাপড়ে ছেকে নিয়ে পরিমাণ মত কেরিয়ার ওয়েল মিশিয়ে নিতে হবে।
advertisement
6/7
কিছু সময় রেখে দেওয়ার পর বিট দিয়ে তৈরি করা ডাইটি মাথায় মেখে রেখে দিন ঘণ্টাখানেক। মাখার পর ৩০ মিনিট থেকে এক ঘণ্টা রেখে দিয়ে ধুয়ে নিন। তবে এক্ষেত্রে শ্যাম্পু ব্যবহার করবেন না।
advertisement
7/7
Disclaimer: এই পদ্ধতিতে হেয়ার ডাই বানানো শুধু ঘরোয়া উপায় না টোটকা বলা যেতে পারে। এটি কোনও চিকিৎ নয়। বিস্তারিত জানতে হলে বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই সবথেকে ভাল উপায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lifestyle: বাজারের কোনও কেমিক্যাল প্রোডাক্ট নয়, এই সবজি দিয়ে করুন মনের মত চুল রং