Easy Lychee Face Pack: কেবল পেটে নয়, মুখেও! মাত্র ৫ মিনিটে লিচু দিয়ে ৪টি ফেসপ্যাক বানিয়ে ফেলুন ঘরে, ত্বকের ঔজ্জ্বল্য ঠিকরে বেরবে!
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Easy Lychee Face Pack: আপনি কি জানেন, সেই ফলকে আপনি নিজেই রূপচর্চার কাজে ব্যবহার করতে পারেন বাড়িতে? উত্তর দিনাজপুরের বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায়ের পরামর্শ জেনে নিলে আরও সুবিধা।
advertisement
1/13

গরমে লিচু কেবল খেলে হবে না, মুখে লাগালেও অনেক উপকার। লিচু দিয়ে বাড়িতে খুব সহজে বানিয়ে নিন লিচুর ফেস মাস্ক।
advertisement
2/13
গরম কালে আম, তরমুজের মতো লিচুরও জনপ্রিয়তা প্রবল। খেতে মিষ্টি। একইসঙ্গে লিচু খেলে গরমে শরীরে আরামও হয়। শরীর হাইড্রেটেড থাকে।
advertisement
3/13
কিন্তু আপনি কি জানেন, সেই ফলকে আপনি নিজেই রূপচর্চার কাজে ব্যবহার করতে পারেন বাড়িতে। উত্তর দিনাজপুরের বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায়ের পরামর্শ জেনে নিলে আরও সুবিধা।
advertisement
4/13
লিচু দিয়ে তৈরি বিভিন্ন ঘরোয়া ফেস প্যাক ত্বক ভাল রাখতে সাহায্য করে। খুব সাধারণ কিছু উপকরণের সাহায্যে বাড়িতেই তৈরি করতে পারবেন এই ফেস মাস্ক।
advertisement
5/13
১. একটি কলা এবং দু’টি লিচু ভাল করে ব্লেন্ডারে মিশিয়ে নিন। এই মিশ্রণ ২০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এরপর পুরো ফেসপ্যাক মুখে লাগিয়ে নিন।
advertisement
6/13
মুখে ব্রণর দাগ ও চোখের তলায় ফোলা ভাব থাকলে লিচুর ফেসপ্যাক দিয়ে কমবে নিমিষে। গরমে শরীরের সঙ্গে সঙ্গে হাইড্রেটেড থাকবে ত্বকও।
advertisement
7/13
২. এছাড়াও আরও উপায় আছে। লিচুর রস বের করে তার সঙ্গে যোগ করুন কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল। এই মিশ্রণ মুখে লাগাতে পারেন।
advertisement
8/13
শুষ্ক ত্বকের সমস্যায় ময়েশ্চারাইজারের মতো কাজ করবে। ফ্রিজে রেখে প্রতিদিন একবার করে এই মিশ্রণ ব্যবহার করতে পারেন।
advertisement
9/13
৩. আরও একটি ফেসপ্যাক বানানো যায় লিচু দিয়ে। ফলের বীজ বের করে তার সঙ্গে মধু ব্লেন্ডারে মিশিয়ে নিন। এই মিশ্রণ সপ্তাহে তিনদিন মুখে ও গলায় লাগান।
advertisement
10/13
১০ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। মধু এমনিতেই প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। তার সঙ্গে লিচুর মিশ্রণ ত্বককে উজ্জ্বল করবে।
advertisement
11/13
৪. লিচুর সঙ্গে একটি অ্যাভোক্যাডো, অর্ধেক টেবিল চামচ হলুদ এবং দুই টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট।
advertisement
12/13
তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। ত্বক টানটান রাখতে এই মিশ্রণ কাজে দেবে। বলিরেখা দূর করতেও সাহায্য করবে।
advertisement
13/13
লিচু দিয়ে তৈরি এই রকম কয়েকটি ফেসপ্যাক আপনার ত্বক সুন্দর করবে এবং ত্বক থেকে দাগ দূর করে ফ্রেশ দেখাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Easy Lychee Face Pack: কেবল পেটে নয়, মুখেও! মাত্র ৫ মিনিটে লিচু দিয়ে ৪টি ফেসপ্যাক বানিয়ে ফেলুন ঘরে, ত্বকের ঔজ্জ্বল্য ঠিকরে বেরবে!