TRENDING:

Easy Lychee Face Pack: কেবল পেটে নয়, মুখেও! মাত্র ৫ মিনিটে লিচু দিয়ে ৪টি ফেসপ্যাক বানিয়ে ফেলুন ঘরে, ত্বকের ঔজ্জ্বল্য ঠিকরে বেরবে!

Last Updated:
Easy Lychee Face Pack: আপনি কি জানেন, সেই ফলকে আপনি নিজেই রূপচর্চার কাজে ব্যবহার করতে পারেন বাড়িতে? উত্তর দিনাজপুরের বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায়ের পরামর্শ জেনে নিলে আরও সুবিধা।
advertisement
1/13
মাত্র ৫ মিনিটে লিচু দিয়ে ৪টি ফেসপ্যাক বানিয়ে ফেলুন, ত্বকের সৌন্দর্য ঠিকরে বেরবে!
গরমে লিচু কেবল খেলে হবে না, মুখে লাগালেও অনেক উপকার। লিচু দিয়ে বাড়িতে খুব সহজে বানিয়ে নিন লিচুর ফেস মাস্ক।
advertisement
2/13
গরম কালে আম, তরমুজের মতো লিচুরও জনপ্রিয়তা প্রবল। খেতে মিষ্টি। একইসঙ্গে লিচু খেলে গরমে শরীরে আরামও হয়। শরীর হাইড্রেটেড থাকে।
advertisement
3/13
কিন্তু আপনি কি জানেন, সেই ফলকে আপনি নিজেই রূপচর্চার কাজে ব্যবহার করতে পারেন বাড়িতে। উত্তর দিনাজপুরের বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায়ের পরামর্শ জেনে নিলে আরও সুবিধা।
advertisement
4/13
লিচু দিয়ে তৈরি বিভিন্ন ঘরোয়া ফেস প্যাক ত্বক ভাল রাখতে সাহায্য করে। খুব সাধারণ কিছু উপকরণের সাহায্যে বাড়িতেই তৈরি করতে পারবেন এই ফেস মাস্ক।
advertisement
5/13
১. একটি কলা এবং দু’টি লিচু ভাল করে ব্লেন্ডারে মিশিয়ে নিন। এই মিশ্রণ ২০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এরপর পুরো ফেসপ্যাক মুখে লাগিয়ে নিন।
advertisement
6/13
মুখে ব্রণর দাগ ও চোখের তলায় ফোলা ভাব থাকলে লিচুর ফেসপ্যাক দিয়ে কমবে নিমিষে। গরমে শরীরের সঙ্গে সঙ্গে হাইড্রেটেড থাকবে ত্বকও।
advertisement
7/13
২. এছাড়াও আরও উপায় আছে। লিচুর রস বের করে তার সঙ্গে যোগ করুন কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল। এই মিশ্রণ মুখে লাগাতে পারেন।
advertisement
8/13
শুষ্ক ত্বকের সমস্যায় ময়েশ্চারাইজারের মতো কাজ করবে। ফ্রিজে রেখে প্রতিদিন একবার করে এই মিশ্রণ ব্যবহার করতে পারেন।
advertisement
9/13
৩. আরও একটি ফেসপ্যাক বানানো যায় লিচু দিয়ে। ফলের বীজ বের করে তার সঙ্গে মধু ব্লেন্ডারে মিশিয়ে নিন। এই মিশ্রণ সপ্তাহে তিনদিন মুখে ও গলায় লাগান।
advertisement
10/13
১০ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। মধু এমনিতেই প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। তার সঙ্গে লিচুর মিশ্রণ ত্বককে উজ্জ্বল করবে।
advertisement
11/13
৪. লিচুর সঙ্গে একটি অ্যাভোক্যাডো, অর্ধেক টেবিল চামচ হলুদ এবং দুই টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট।
advertisement
12/13
তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। ত্বক টানটান রাখতে এই মিশ্রণ কাজে দেবে। বলিরেখা দূর করতেও সাহায্য করবে।
advertisement
13/13
লিচু দিয়ে তৈরি এই রকম কয়েকটি ফেসপ্যাক আপনার ত্বক সুন্দর করবে এবং ত্বক থেকে দাগ দূর করে ফ্রেশ দেখাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Easy Lychee Face Pack: কেবল পেটে নয়, মুখেও! মাত্র ৫ মিনিটে লিচু দিয়ে ৪টি ফেসপ্যাক বানিয়ে ফেলুন ঘরে, ত্বকের ঔজ্জ্বল্য ঠিকরে বেরবে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল