Home Made Sindoor: বাজারচলতি সিঁদুরে চুল পড়ে টাক হতে পারেন! বাড়িতেই বানিয়ে সিঁথি রাঙান, কীভাবে জানুন
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Home Made Sindoor: সিঁদুর চুল পড়া এবং পাকা হওয়ার সমস্যা বাড়িয়ে দিতে পারে। এটি এড়াতে চাইলে ঘরে তৈরি সিঁদুর ব্যবহার করতে পারেন। কী ভাবে তৈরি করবেন, বিস্তারিত জেনে নিন।
advertisement
1/5

সিঁদুর চুল পড়া এবং পাকা হওয়ার সমস্যা বাড়িয়ে দিতে পারে। এটি এড়াতে চাইলে ঘরে তৈরি সিঁদুর ব্যবহার করতে পারেন। কী ভাবে তৈরি করবেন, বিস্তারিত জেনে নিন।
advertisement
2/5
সিঁদুর তৈরির উপকরণ: হলুদ, আধা কাপ, লেবু, এক চামচ, গোলাপ জল, আধা চামচ, ১৫ থেকে ২০টি গোলাপের পাপড়ি, দেশি ঘি, এক চামচ।
advertisement
3/5
বাড়িতে সিঁদুর বানাতে প্রথমে আধা কাপ হলুদ গুঁড়ো নিয়ে তাতে লেবু, গোলাপজল, গোলাপ পাতা এবং ঘি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
advertisement
4/5
পাথরের উপর রেখে মিক্সারে এই সব উপকরণ পিষে নিতে পারেন। সমস্ত উপাদান গুঁড়ো হয়ে গেলে ধীরে ধীরে সিঁদুর তৈরি হতে শুরু করবে।
advertisement
5/5
উপাদানগুলি ভাল ভাবে মেশানোর পরে সিঁদুরটি একটি এয়ার টাইট পাত্রে প্যাক করুন। এবং এটি প্রতিদিন ব্যবহার করুন। এইভাবে তৈরি সিঁদুর ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Home Made Sindoor: বাজারচলতি সিঁদুরে চুল পড়ে টাক হতে পারেন! বাড়িতেই বানিয়ে সিঁথি রাঙান, কীভাবে জানুন