TRENDING:

Home Made AC: খরচ মাত্র ৫০০ টাকা! নিজের হাতেই বানিয়ে নিন এসি, মুক্তি পান প্রচন্ড গরম থেকে

Last Updated:
How to make home made AC: গ্রীষ্মের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। এখনও দেখা নেই বৃষ্টির। এমন অসহ্য থেকে বাঁচতে ও স্বস্তিতে থাকতে এসি বা এয়ার কুলার ছাড়া কোনও গতি নেই। জেনে নিন কীভাবে ঘরেই বানাবেন এসি।
advertisement
1/6
খরচ মাত্র ৫০০ টাকা! নিজের হাতেই বানিয়ে নিন এসি, মুক্তি পান প্রচন্ড গরম থেকে
গ্রীষ্মের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। এখনও দেখা নেই বৃষ্টির। গরমের এমন দাপট খুব কম দেখেছে কলকাতা তথা বঙ্গবাসী। এনমন অসহ্য থেকে বাঁচতে ও স্বস্তিতে থাকতে এসি বা এয়ার কুলার ছাড়া কোনও গতি নেই।
advertisement
2/6
অসহ্য গরমের কষ্ট থেকে দ্রুত আরাম চাইছেন সকলেই। গরমে এসি বা এয়ার কুলার কেনার ভিড় লেগেছে দোকানগুলিতে। যাদের বাজেট কম তারা যাচ্ছেন এয়ার কুলারের দিকে। আর যাদের বাজেট একটু বেশি কিনছেন এসি।
advertisement
3/6
কিন্তু অনেকেই রয়েছে যাদের এসি বা এয়ার কুলার কেনার কেনার আর্থিক ক্ষমতা নেই। তবে এবার অনেকটাই হবে এই সমস্যার সমাধান। এমন এক পদ্ধতি রয়েছে যেখানে মাত্র ৫০০ টাকা খরচ করে আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন এসি।
advertisement
4/6
ঘরোয়া উপায়ে এসি তৈরির জন্য প্রথমে আপনাকে জোগাড় করতে হবে একটি মাটির হাঁড়ি বা কলসি। যা বাড়িতে অনেক সময় এমবনিতেই পাওয়া যায়। বা বাজারে দামও বেশি নয়। এই সামান্য কলসি ও সামান্য কিছু ইলেকট্রিক জিনিস দিয়েই তৈরি হবে এসি।
advertisement
5/6
এবার এয়ার কন্ডিশনার তৈরি করতে আপনাকে প্রথমেই এই মাটির পাত্রের নীচে কিছু ছিদ্র তৈরি করে নিতে হবে। তারপর পাত্রের ভিতরে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পাখা বসিয়ে নিতে হবে। কলসির ভিতরে এই যে হাই-পাওয়ার্ড ফ্যান আপনি বসালেন, তা বাইরের বাতাস টেনে নেবে। সেই বাতাস পরে মাটির কলসিতে তৈরি করা গর্তগুলির মাধ্যমে ফ্যানের মাধ্যমেই বেরিয়ে যাবে।
advertisement
6/6
এবার আপনাকে ফ্যানের লাইনটি বিদ্যুতের সঙ্গে জুড়তে হবে। বাইরে একটি সুইচ লাগাতে হবে ফ্যানটি অন-অফ করার জন্য। । পাশাপাশি ঘর কতটা ঠান্ডা হচ্ছে, তা দেখার জন্য মাটির কলসিটির উপরে একটি ডিজিটাল থার্মোমিটার বসিয়ে তা থেকে রিডিংও দেখে নিতে পারবেন। আর যখনই ফ্যানটি অন করবেন তার আগে কলসীর ভিতর কিছু বরফ দিয়ে দিন। তাহলেই পুরো এসি মতো ঠান্ডা হাওয়া বেরোবে কলসির ছিদ্রগুলি দিয়ে। আর মুক্তি পান গরম থেকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Home Made AC: খরচ মাত্র ৫০০ টাকা! নিজের হাতেই বানিয়ে নিন এসি, মুক্তি পান প্রচন্ড গরম থেকে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল