Hilsha Recipe: ঝোল, ভাপা নয়! ইলিশ মাছের বড়া দিয়েই উঠে যাবে এক থালা ভাত, রইল সহজ রেসিপি
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Hilsha Recipe: রোজ মাছ, মাংস খেয়ে ভাল লাগছে না আর।সেজন্য স্বাদ বদলাতে এবার খেতে পারেন ইলিশের বড়া।
advertisement
1/6

রোজ মাছ, মাংস খেয়ে ভাল লাগছে না আর। সেই জন্য স্বাদ বদলাতে এবার খেতে পারেন ইলিশের বড়া। ইলিশের বড়ার রেসিপির খোঁজ দিয়েছেন পুষ্টিবিদ রুকসানা ইরানি।
advertisement
2/6
ইলিশ বড়ার জন্য লাগবে, ৮-১০ টি চালকুমড়ো পাতা, ২ টুকরো ইলিশ, ১ কাপ পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, লঙ্কা, সর্ষের তেল।
advertisement
3/6
প্রথমে কুমড়ো পাতা বোঁটা ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিতে হবে। এরপর ইলিশের টুকরোগুলিকে থেঁতো করে নিতে হবে।
advertisement
4/6
এরপর সর্ষের তেল দিয়ে পেঁয়াজ সামান্য ভেজে এতে জিড়ার গুড়া আর সামান্য নুন দিতে হবে। একটু কষিয়ে থেঁতো করা মাছ গুলিকে লঙ্কা দিয়ে কষিয়ে ভাজতে হবে।
advertisement
5/6
এবারে একটা করে কুমড়ো পাতা নিয়ে তার মধ্যে এক চামচ ইলিশের মিশ্রণ দিয়ে পাতা টা ভাল করে মুড়তে হবে। এই মোড়া পাতাগুলিকে একটা ছোট প্যাকেট বানিয়ে নিতে হবে।
advertisement
6/6
এরপর প্যাকেটগুলিকে ভাজলে তৈরি হয়ে যাবে ইলিশের বড়া। যা খেতে খুবই সুস্বাদু।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hilsha Recipe: ঝোল, ভাপা নয়! ইলিশ মাছের বড়া দিয়েই উঠে যাবে এক থালা ভাত, রইল সহজ রেসিপি