How To Clean Water Tank: বহু বছর পরিষ্কার থাকবে জলের ট্যাঙ্ক! হবে না জীবাণু! করতে হবে 'ছোট্ট' কাজ! আপনি থাকবেন রোগমুক্ত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
How to kept clean your water tank for long time: বর্তমানে কম-বেশি সকলের বাড়িতেই জলের ট্যাঙ্ক দেখা যায়। বাড়ির ছাদে থাকে এই জল সংরক্ষণের জায়গা বা ট্যাঙ্ক। পাম্পের সাহায্যে রিজার্ভার থেকে এই জল ট্যাঙ্কে তোলা হয়। যা গৃহস্থ্যের কাজে খুবই প্রয়োজনীয়।
advertisement
1/8

বর্তমানে কম-বেশি সকলের বাড়িতেই জলের ট্যাঙ্ক দেখা যায়। বাড়ির ছাদে থাকে এই জল সংরক্ষণের জায়গা বা ট্যাঙ্ক। পাম্পের সাহায্যে রিজার্ভার থেকে এই জল ট্যাঙ্কে তোলা হয়। যা গৃহস্থ্যের কাজে খুবই প্রয়োজনীয়।
advertisement
2/8
তবে যে ট্যাঙ্কে জল রাখা হচ্ছে তা যদি দিনের পর দিন পরিষ্কার না হয় তাহলে সেই জল ব্যবহারকারীদের স্বাস্থ্যজনিত সমস্যা হতে পারে। জলের ট্যাঙ্ক পরিষ্কার না করলে তার ভিতর শৈবাল ও ব্যাকটেরিয়া জমে জলের সঙ্গে মিশে যায়। যে নানা রোগে আক্রান্ত করতে পারে আপনাকে।
advertisement
3/8
তাই অনেকেই নির্দিষ্ট সময় ট্যাঙ্ক পরিষ্কার করে থাকেন। তা না হলে জলে শৈবাল বা পোকামাকড় জন্মাবে। তবে আপনার বাড়ির ট্যাঙ্কের জল সহজেই পরিষ্কার করার জন্য একটি দুর্দান্ত সমাধান রয়েছে। এটি প্রতিদিন আপনার ট্যাঙ্কের জল পরিষ্কার রাখবে।
advertisement
4/8
আপনি যদি এই উপাদানটি ট্যাঙ্কে রাখেন তবে আপনাকে বহু বছর ধরে ট্যাঙ্কের জল পরিষ্কার করতে হবে না। জল এক বা দুই বছরের জন্য কাঁচের মত পরিষ্কার থাকবে। এতে কোনও পোকামাকড় জন্মায় না এবং শৈবালের কোনও চিহ্নও দেখা যায় না।
advertisement
5/8
বেগুনি রঙের ছোট্ট এক টুকরো কাঠ ম্যাজিকের মতো কাজ করে। এটিতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। এটি ক্ষতিকারক ব্যাকটিরিয়া এবং ছত্রাককে মারতেও সহায়তা করে। তাই জলের ট্যাঙ্কে বেগুনি রঙের কাঠের একটি ছোট টুকরো রাখলে পোকামাকড় বা সবুজ শ্যাওলা জমতে দেয় না।
advertisement
6/8
এখন প্রশ্ন কী এই বেগুনী কাঠ বা কোন গাছের কাঠ এটি? আসলে এটি জাম ফলের গাছেক কাঠ। যাকে আমরা কালো জাম বলে থাকি। এই গাছের বৈশিষ্ট্য হল এই গাছের কাঠ জলে পচে না। তাই প্রাচীনকাল থেকেই নৌকা তৈরিতে এর প্রচলন ছিল।
advertisement
7/8
বাজার থেকে ভালো মানের বেগুনি রঙের এ জাম ফলের গাছ পাবেন। তারপর ভালো করে ধুয়ে জলের ট্যাঙ্কে রাখুন। তবে ট্যাঙ্কটিতে এই কাঠ দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে এটি পরিষ্কার রয়েছে। ট্যাঙ্কটিও একবাপ পরিষ্কার করে নিন। তারপর দেখুন আপনার ট্যাঙ্কের জল কত বছর ধরে পরিষ্কার থাকে।
advertisement
8/8
এই ছোট্ট কাজ করতে পারলেই আপনি ঘনঘন ট্যাঙ্ক পরিষ্কার করার ঝামেলা থেকে মুক্ত থাকুন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
How To Clean Water Tank: বহু বছর পরিষ্কার থাকবে জলের ট্যাঙ্ক! হবে না জীবাণু! করতে হবে 'ছোট্ট' কাজ! আপনি থাকবেন রোগমুক্ত