Kitchen Tips: রান্নাঘরে রাশি রাশি টিকটিকি, আরশোলা! এই খোসাতেই জব্দ, ধারে কাছে ঘেঁষবে না পোকামাকড়
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
শত চেষ্টাতেও বিদায় করতে পারছেন না আরশোলা আর টিকটিকিকে? কিন্তু কয়েকটি সহজ ঘরোয়া উপায়েই মুক্তি পাওয়া সম্ভব। রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ অতি পরিচিত জিনিসই হয়ে উঠতে পারে আরশোলা, টিকটিকির বিরুদ্ধে অস্ত্র।
advertisement
1/8

রান্নাঘরে থাকে সমস্ত খাবার। বলা যায় পুরো পরিবারের স্বাস্থ্যের ঠিকানা হল রান্নাঘর। কিন্তু সেই রান্নাঘরের একটি বড় সমস্য হল পোকামাকড়। বিশেষত আরশোলা এবং টিকিটিকি। শত চেষ্টাতেও বিদায় করতে পারছেন না আরশোলা আর টিকিটিকিকে? কিন্তু কয়েকটি সহজ ঘরোয়া উপায়েই মুক্তি পাওয়া সম্ভব।
advertisement
2/8
শীত শেষ। ধীরে ধীরে বাড়ছে পরিবেশের তাপমাত্রা। গরম বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে আরশোলা, টিকিটিকি-সহ অন্য পোকাদের উত্পাত। বিশেষত রান্নাঘরে চলে এদের প্রবল দৌরাত্ম। খাবারে সংক্রমণ ছড়াতে এইসব পোকার জুড়ি মেলা ভার। অনেক সময় টিকটিকির মলে নষ্ট হয়ে যায় খাবার।
advertisement
3/8
বাজারে পোকামাকড় তাড়াবার অনেক রকমের রাসায়নিক কিনতে পাওয়া যায়। তবে রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ অতি পরিচিত জিনিসই হয়ে উঠতে পারে আরশোলা, টিকটিকির বিরুদ্ধে অস্ত্র।
advertisement
4/8
ডিমের খোসাডিমের খোসা টিকটিকি তাড়াতে খুবই সহায়ক। জানালায় ডিমের খোসা রাখতে পারেন। তবে প্রতি সপ্তাহে নতুন খোসা রাখবেন, যাতে পচে খোসা না থাকে।
advertisement
5/8
পেঁয়াজ এবং রসুনের খোসাপেঁয়াজ এবং রসুনের খোসা ফেলে না দিয়ে পোকামাকড় তাড়তে ব্যবহার করুন। দরজায় ঝুলিয়ে রাখতে পারেন পেঁয়াজ এবং রসুনের খোসা। ঘরের মাঝখানে একটি ছোট টেবিল ফ্যানের কাছেও রাখতে পারেন। তীব্র গন্ধে ধারে কাছে ঘেঁষবে পোকামাকড়।
advertisement
6/8
ন্যাপথালিন ন্যাপথালিন টিকটিকি এবং অন্যান্য অনেক ধরণের পোকামাকড়কে তাড়ায়। বাচ্চারা যাতে না পৌঁছায় এবং খেতে না পারে এমন জায়গায় রাখুন ন্যাপথালিন।
advertisement
7/8
গোল মরিচগোল মরিচ ব্যবহার করে ঘরেই তৈরি করতে পারেন পোকারোধী স্প্রে। গোল মরিচ গুঁড়ো করে তাতে জল মেশান। এই স্প্রে টিকটিকিদের শরীরে জ্বালা সৃষ্টি করে যা তাদের দূরে রাখে।
advertisement
8/8
লবঙ্গআরশোলা তাড়ানোর জন্য লবঙ্গ ব্যবহার করতে পারেন। রান্নাঘরের তাকে লবঙ্গ রাখুন। এছাড়া কেরোসিন তেলের গন্ধেও দূরে থাকে আরশোলা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kitchen Tips: রান্নাঘরে রাশি রাশি টিকটিকি, আরশোলা! এই খোসাতেই জব্দ, ধারে কাছে ঘেঁষবে না পোকামাকড়