এই ছ'টি লক্ষণেই চেনা যায় শত্রু, জানুন কারা আপনাকে হিংসে করে
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
শত্রু চেনা কঠিন কাজ নয়। কী ভাবে চিনবেন কে আপনাকে ঈর্ষা করে? মনস্তত্ত্ব বিষয়ক ওয়েবসাইট দ্যা মাইন্ডস জার্নাল এমন কতগুলি বিষয়কে চিহ্নিত করেছে।
advertisement
1/6

শত্রু চেনা কঠিন কাজ নয়। কী ভাবে চিনবেন কে আপনাকে ঈর্ষা করে? মনস্তত্ত্ব বিষয়ক ওয়েবসাইট দ্যা মাইন্ডস জার্নাল এমন কতগুলি বিষয়কে চিহ্নিত করেছে।
advertisement
2/6
ঈর্ষাপরায়ণ ব্যক্তি অনেক সময়ে আপনার নামে গুজব রটাবে।
advertisement
3/6
আপনার সাফল্যকে আমল দিতে না চাওয়া আসলে আপনাকে হিংসে করারই নামান্তর।
advertisement
4/6
আপনার সাফল্যকে আমল দিতে না চাওয়া আসলে আপনাকে হিংসে করারই নামান্তর।
advertisement
5/6
অকারণ তোষামোদ করলেই বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যা।
advertisement
6/6
আপনাকে যিনি হিংসে করেন তিনি মাঝে মধ্যেই আপনাকে নকল করার চেষ্টা করবে।