TRENDING:

Mango: চকচক করলেই সোনা হয় না! বাজারে কীভাবে চিনবেন 'ভাল' আম?

Last Updated:
গরম বাড়ছে। বাজারে ধীরে ধীরে মুখ দেখাচ্ছে রকমারি আম। এই গরমে আম খেতে পছন্দ করেন সকলেই। কিন্তু একই সঙ্গে বাজারে পাল্লা দিয়ে বাড়ছে অস্বাস্থ্যকর আমও। ক্রেতার চাহিদা মেটাতে অল্প সময়ের মধ্যে আমকে পাকাতে ক্যালশিয়াম কার্বাইড ছাড়াও বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ব্যবহার করেন অসাধু ব্যবসায়ীরা। তাই ‘নকল’ আমটি বেছে নিতে না পারলেই ‘ফলের রাজা’ কিন্তু বিপদ ডেকে আনতে পারে।
advertisement
1/7
চকচক করলেই সোনা হয় না! বাজারে কীভাবে চিনবেন 'ভাল' আম?
গরম বাড়ছে। বাজারে ধীরে ধীরে মুখ দেখাচ্ছে রকমারি আম। এই গরমে আম খেতে পছন্দ করেন সকলেই। কিন্তু একই সঙ্গে বাজারে পাল্লা দিয়ে বাড়ছে অস্বাস্থ্যকর আমও। ক্রেতার চাহিদা মেটাতে অল্প সময়ের মধ্যে আমকে পাকাতে ক্যালশিয়াম কার্বাইড ছাড়াও বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ব্যবহার করেন অসাধু ব্যবসায়ীরা। তাই ‘নকল’ আমটি বেছে নিতে না পারলেই ‘ফলের রাজা’ কিন্তু বিপদ ডেকে আনতে পারে।
advertisement
2/7
কী ভাবে চিনবেন ভেজাল আম?‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’ (এফএসএসএআই) ভাল আম চিহ্ণিত করা জন্য বর্ণ, স্পর্শ, গন্ধ এবং গুণগত মানের উপরে জোর দিয়েছে।
advertisement
3/7
রং: কৃত্রিম ভাবে পাকানো আমের রং প্রাকৃতিক আমের থেকে অনেক বেশি হলুদ বা কমলা হয়। অনেক সময় এই ধরনের আমগুলি বেশি চকচকে মনে হতে পারে।
advertisement
4/7
গন্ধ: প্রকৃতিক ভাবে পাকা আমের মধ্যে মিষ্টি গন্ধ থাকে। কিন্তু কৃত্রিম ভাবে পাকানো আমের ঘ্রাণ নিলে অনেক সময়েই তার মধ্যে রাসায়নিকের গন্ধ পাওয়া যায়।
advertisement
5/7
ওজন: হাতে ধরলে রাসায়নিক দিয়ে পাকানো আমের ওজন কম মনে হতে পারে। কারণ, রাসায়নিকের ব্যবহারের ফলে অনেক সময়েই ফলের অন্তর্গত কোষের দ্রুত বিভাজন ঘটে। ফলে ফলটি নরম মনে হয়।
advertisement
6/7
দেখতে কেমন: আমের খোসার বাইরে কোনও কালো দাগ থাকলে বা বোঁটা থেকে রস নির্গত হলে সেই আম কেনা উচিত নয়।
advertisement
7/7
স্বাদ: কৃত্রিম পাকা আমের স্বাদ ফিকে হতে পারে। তাই খাওয়ার পর মুখে আমটি বিস্বাদ ঠেকলে বুঝতে হবে আমটি রাসায়নিক দিয়ে পাকানো হয়েছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mango: চকচক করলেই সোনা হয় না! বাজারে কীভাবে চিনবেন 'ভাল' আম?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল