TRENDING:

এই ৫ আচরণই চিনিয়ে দেবে অহঙ্কারীদের; সময় থাকতেই দূরত্ব বজায় রাখা আবশ্যক!

Last Updated:
How to Identify arrogant People: কিন্তু অহঙ্কারী আসলে কারা? এক বাক্যে বলতে গেলে অতিরিক্ত আত্মবিশ্বাসীরাই সাধারণত অহঙ্কারী হন। তবে অহঙ্কারীদের চেনার আরও কিছু উপায় রয়েছে।
advertisement
1/7
এই ৫ আচরণই চিনিয়ে দেবে অহঙ্কারীদের; সময় থাকতেই দূরত্ব বজায় রাখা আবশ্যক!
অহঙ্কার পতনের মূল - এই কথা শুনে আমরা প্রায় সকলেই বেড়ে উঠেছি। কিন্তু মুশকিল হল, এটা আর মেনে চলতে পারেন ক’জন! ফলে জীবনের কোনও না কোনও পর্যায়ে এমন অহঙ্কারী মানুষের সঙ্গে আলাপ হবেই হবে। এই অহঙ্কারী মানুষ কিন্তু বন্ধুবৃত্ত কিংবা আত্মীয়-পরিজনদের মধ্যেও থাকতে পারে। তবে এই ধরনের মানুষদের থেকে দূরত্ব বজায় রাখা আবশ্যক।
advertisement
2/7
কিন্তু অহঙ্কারী আসলে কারা? এক বাক্যে বলতে গেলে অতিরিক্ত আত্মবিশ্বাসীরাই সাধারণত অহঙ্কারী হন। তবে অহঙ্কারীদের চেনার আরও কিছু উপায় রয়েছে। আজ সেই বিষয়েই কথা বলা যাক।
advertisement
3/7
মনোযোগের জন্য ক্ষুধার্ত: অহঙ্কারীরা আসলে সকলের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে চান। এমনকী সকলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এবং বড় বড় কথা বলেন এঁরা। কোনও মানুষের মধ্যে এমন লক্ষণ দেখা গেলে তার থেকে নিজের দূরত্ব বজায় রাখা আবশ্যক। অন্যের নিন্দা: অহঙ্কারীরা সব সময় নিজেদের সবার উপরে রাখতে চান।
advertisement
4/7
যার অর্থ হল, নিজেদের বড় বলে মনে করেন এঁরা। সেই সঙ্গে অন্যদের তুচ্ছ জ্ঞান করেন। ফলে এই ধরনের মানুষ সর্বদা অন্যের খুঁত খুঁজে বেড়ায়। আর অপরের নিন্দা করতেই বেশি পছন্দ করে।
advertisement
5/7
কথাবার্তায় দম্ভের আস্ফালন: অহঙ্কারীরা কথাবার্তার মাধ্যমে অন্যের উপর কর্তৃত্ব ফলানোর চেষ্টা করেন। নিজেরাই সব সময় বলে চলেন। অন্যকে বলার সুযোগ দেন না। এঁদের কথাবার্তায় থাকে দম্ভ ও গর্বের আস্ফালন। আর এই অহঙ্কারী মানুষদের থেকে দূরত্ব বজায় রাখা আবশ্যক।
advertisement
6/7
সহানুভূতির অভাব: অহঙ্কারী মানুষদের মধ্যে সহানুভূতিশীলতার অভাবও চোখে পড়ে। নিজের বক্তব্য সব সময় প্রমাণ করার জন্য মুখিয়ে থাকেন এঁরা। সেই সঙ্গে নিজেদের বলা কথা কিংবা নিজেদের করা কাজকেই অগ্রাধিকার দেন অহঙ্কারীরা। তবে তাঁদের কথায় উল্টো দিকের ব্যক্তিটি কেমন অনুভব করছেন, সেই বিষয়ে অবশ্য তাঁদের মাথাব্যথা থাকে না।
advertisement
7/7
নিজের সমালোচনা শুনতে পারেন না: অহঙ্কারী মানুষেরা অন্যদের নামে সমালোচনা করলেও নিজের বিষয়ে সমালোচনা একেবারেই সহ্য করতে পারে না। এমনকী কেউ যদি তাঁদের ভালর জন্যও সমালোচনা করেন, তাতেও বিরক্তি প্রকাশ করেন তাঁরা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
এই ৫ আচরণই চিনিয়ে দেবে অহঙ্কারীদের; সময় থাকতেই দূরত্ব বজায় রাখা আবশ্যক!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল