Parenting Tips: বড় হওয়ার পরেও আঙুল চুষছে শিশু? ছাড়াতে পারছেন না? একটা উপায়ে কিন্তু কাজ হবে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সন্তানকে মোটিভেট করুন৷ নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে দিন৷ শিশু যখন মুখের ভিতর আঙুল ঢুকিয়ে রাখে, তখন বকাঝকা করবেন না।
advertisement
1/8

প্রত্যেক বাবা-মা তাঁর সন্তানের মধ্য়ে সুন্দর অভ্যাস গড়ে তুলতে চান। কিন্তু অনেক সময়েই কিছু খারাপ অভ্যাস গড়ে ওঠে। তবে তারও সমাধান আছে।
advertisement
2/8
অনেক শিশুর মধ্য়ে ছোট থেকে আঙুল চোষার অভ্যাস দেখা যায়। বিশেষত ঘুমনোর সময় এমনটা হয়। কারও কারও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই অভ্যাস চলে যায়, কিন্তু অনেক বাচ্চার মধ্য়ে সেই অভ্যাস থেকে যায় বড় বয়স পর্যন্ত। তখনই হয় বিপদ।
advertisement
3/8
বাচ্চাদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয় তাদের বাবা-মা। বাবা-মায়ের থেকে সবসময় সমর্থন চান তারা। তাই, বাবা-মায়েদের এই বিষয়ে নজর দেওয়া উচিত।
advertisement
4/8
কেউ ভয় পেলে আঙুল চোষে, কেউ খিদে পেলে, কেউ টেনশনে থাকলে, খিদে বা ঘুম পেলেও অনেকে এরকম করতে থাকে।
advertisement
5/8
বাবা-মায়েদের সঙ্গে সন্তানদের বহু ক্ষেত্রেই অনেক মিল থাকে। বাবা-মায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় বেশিরভাগ সন্তানেরই। তাই ভাল করে জেনে নিন কখন তার এই কাজটি করতে ইচ্ছে করে।
advertisement
6/8
সন্তানকে মোটিভেট করুন৷ নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে দিন৷ শিশু যখন মুখের ভিতর আঙুল ঢুকিয়ে রাখে, তখন বকাঝকা করবেন না।
advertisement
7/8
আগেকার দিনের মানুষেরা নিম পাতা বা উচ্ছে লাগানোর কথা বলতেন। সেটাকেও কাজে লাগাতে পারেন। শিশুর অজান্তে তার নখে নিম পাতা লাগিয়ে দিতে পারেন। তেতোর স্বাদ পেলে সে আর করবে না।
advertisement
8/8
তবে কখনওই আপনার শিশুকে লোভ দেখাবেন না। উপহারের বিনিময়ে কোনও কিছু বন্ধ করানোর চেষ্টাও করবেন না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Parenting Tips: বড় হওয়ার পরেও আঙুল চুষছে শিশু? ছাড়াতে পারছেন না? একটা উপায়ে কিন্তু কাজ হবে