Lizards: টিকটিকির উৎপাত? বাড়ি থেকে দূর হবে সহজেই, কাজে লাগান এই উপায়গুলো
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
How to get rid of Lizards from home: টিকটিকির সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বেশ কিছু সহজ ঘরোয়া প্রতিকার রয়েছে। এর ব্যবহার যেমন সহজসাধ্য, রেহাইও মিলবে হাতে-নাতে।
advertisement
1/13

টিকটিকি বা অন্যান্য পোকামাকড়ের উৎপাত দৈনন্দিন জীবনে হামেশাই আমাদের নাজেহাল করে দেয়। টিকটিকির সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বেশ কিছু সহজ ঘরোয়া প্রতিকার রয়েছে। এর ব্যবহার যেমন সহজসাধ্য, রেহাইও মিলবে হাতে-নাতে। Representative Image
advertisement
2/13
১. কফি-কফি এবং তামাকের মিশ্রণে ছোট ছোট বল তৈরি করে সহজেই টিকটিকির হাত থেকে মুক্তি পাওয়া যায়। এই বলগুলোকে বাড়ির প্রতিটি কোণে সাবধানে রেখে দিতে হবে। অবশ্যই ছোটদের হাতের নাগালের বাইরে রাখাই ভাল, কয়েকদিন পর দেখা যাবে ওই সব কোণে হয় টিকটিকি নেই বা মারা গিয়েছে। Representative Image
advertisement
3/13
২. ন্যাপথলিনের বল-বাড়ির চারপাশে, প্রতিটি ড্রয়ার, আলমারি বা কোণায় ন্যাপথলিন বল রাখতে হবে। টিকটিকি এই বলের তীব্র গন্ধ থেকে দূরে থাকে। Representative Image
advertisement
4/13
৩. পেপার স্প্রে- জলে কিছু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে বাড়ির চারপাশে স্প্রে করতে হবে। Representative Image
advertisement
5/13
৪. ঠান্ডা জল-টিকটিকি সাধারণত সরীসৃপ জাতীয় হওয়ায় উষ্ণতা পছন্দ করে এবং প্রাথমিকভাবে উষ্ণ জায়গায় এদের পাওয়া যায়। টিকটিকির উপর ঠান্ডা জল ছিটিয়ে দিলে এদের গতি শ্লথ হয়ে আসে, তখন এদের খুব সহজেই ধরতে পারা যায়। Representative Image
advertisement
6/13
৫. ময়ূরের পালক-ঘরে ময়ূরের পালকের ব্যবহারও টিকটিকিকে দূরে সাহায্য করে। Representative Image
advertisement
7/13
৬. ডিমের খোসা-ডিমের খোসায় যে তীব্র গন্ধ থাকে তা টিকটিকি তাড়ানোর কাজে সাহায্য করে। Representative Image
advertisement
8/13
৭. টোবাস্কো সস স্প্রে-জলের সঙ্গে এক বা দুই টেবিল চামচ টোবাস্কো সস মিশিয়ে স্প্রে ক্যানে ভরে, যে সব জায়গায় টিকটিকির আনাগোনা রয়েছে সেখানে স্প্রে করতে হবে। Representative Image
advertisement
9/13
৮. পেঁয়াজ-পেঁয়াজের মধ্যে থাকা সালফার যুক্ত তীব্র গন্ধ টিকটিকি সহ্য করতে পারে না। স্লাইস করে কেটে ঘরের চারপাশে পেঁয়াজ রাখা যেতে পারে। Representative Image
advertisement
10/13
৯. রসুন-রসুনের কুচি ঘরের কোণে রেখে দিলেও টিকটিকির হাত থেকে মুক্তি পাওয়া যায়। Representative Image
advertisement
11/13
১০. ফ্লাইপেপার-ফ্লাইপেপার টিকটিকি ধরতে যতটা পারদর্শী, ততটাই কাজে আসে মাছি ধরতেও। দেওয়ালে এই কাগজ আটকে দিলেই টিকটিকি ধরা অনেকটা সহজ হয়ে যায়। Representative Image
advertisement
12/13
১১. ফিনাইল ট্যাবলেট-টিকটিকি তাড়ানোর জন্য বাড়ির চারপাশে ফিনাইল ট্যাবলেট রাখা যেতে পারে। এই ট্যাবলেটগুলির তীব্র গন্ধ বাড়ির চারপাশে টিকটিকিদের ঘেঁষতে দেবে না। Representative Image
advertisement
13/13
১২. লেমনগ্রাস-লেমনগ্রাসের সাইট্রাস গন্ধ টিকটিকি তাড়ানোর জন্য যেমন একটি দুর্দান্ত উপায়, তেমনই তা আমাদের ঘরেও সুন্দর গন্ধ বজায় রাখে। শুধু এর জন্য আমাদের বাড়ির চারপাশে কিছু লেমনগ্রাস রেখে দিতে হবে। Representative Image