TRENDING:

How To get rid of insects: পোকার যম, দীপাবলি এলেই আলোর কাছে পোকা গিজগিজ করে? ঘরে এইগুলো রাখুন, জানলা খোলা রাখলেও ত্রিসীমানায় আসবে না

Last Updated:
সামনেই দিপাবলী৷ আলোর রোশনাই সেজে উঠবে সারা বাংলা৷ কিন্তু এই আনন্দকে মাটি করতে হাজির ছোট দেওয়ালি পোকা৷ কালী পুজোর সময় এই পোকাদের উপদ্রব বৃদ্ধি পায়, তাই এদের দেওয়ালি পোকাও বলে৷
advertisement
1/8
পোকার যম, ঘরে এইগুলো রাখুন, জানলা খোলা রাখলেও ত্রিসীমানায় আসবে না তারা
সামনেই দিপাবলী৷ আলোর রোশনাই সেজে উঠবে সারা বাংলা৷ কিন্তু এই আনন্দকে মাটি করতে হাজির ছোট দেওয়ালি পোকা৷ কালী পুজোর সময় এই পোকাদের উপদ্রব বৃদ্ধি পায়, তাই এদের দেওয়ালি পোকাও বলে৷
advertisement
2/8
টিউবলাইট, বাল্বের চারপাশে এই ছোট-ছোট পোকাগুলো ঘুরতে থাকে৷ এর ফলে সন্ধে বেলায় দরজা-জানলা বন্ধ করে দিতে হয়৷ খাওয়ার পোকা পড়ে যায়৷ যা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হয়ে ওঠে কখনও কখনও৷
advertisement
3/8
তবে কয়েকটা ঘরোয়ার উপায় আছে৷ তাতে নির্বিঘ্নে জানলা-কপাট খুলে রাখতে পারেন৷ পোকা ধারে-কাছে ঘেষবে না৷
advertisement
4/8
বাজার থেকে লবঙ্গ তেল কিনুন৷ একটা স্প্রে বোতলে জলের সঙ্গে মেশান৷ সন্ধে হওয়ার সঙ্গে-সঙ্গে লবঙ্গ তেল যুক্ত জল ছিটিয়ে দিন৷ এর ফলে পোকামাকড়, মশা, মাছি সব পালিয়ে যাবে৷
advertisement
5/8
নিমের তেল এই ধরনের ছোট পোকামাকড় তাড়ানোর জন্য আদর্শ৷ সন্ধেবেলায় লাইটের কাছে ভাল করে ছিটিয়ে দিন৷
advertisement
6/8
যদি আপনার বাড়িতে সাদা আলো-গুলোকে বন্ধ করে দিন৷ চেষ্টা করুন হলুদ বাল্ব জ্বালিয়ে রাখতে৷ সাদা আলোর চেয়ে হলুদ আলোয় তুলনামূলক কম এই পোকাগুলো কম আকৃষ্ট হয়৷ রাতে চেষ্টা করুন মশারি টাঙিয়ে ঘুমোনোর৷
advertisement
7/8
একটা স্প্রে বোতলে বেকিং সোডা এবং লেবুর রস মিশিয়ে নিন৷ ঘর রান্নাঘর, টয়লেটে ছিটিয়ে দিন৷ এর ফলে যে পোকাগুলো ঢুকে আছে, সেগুলোও মরে যাবে৷
advertisement
8/8
সন্ধেবেলায় আলোর প্রয়োজন নেই এমন কোনও বাল্ব ব্যবহার করবেন না৷ কর্পুরের গন্ধতেও তারা পালিয়ে যায়৷ তাই চেষ্টা করুন, সন্ধে বেলা কর্পুর জ্বালাতে৷ এতে কেবল পোকা না মশাও কম আসবে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
How To get rid of insects: পোকার যম, দীপাবলি এলেই আলোর কাছে পোকা গিজগিজ করে? ঘরে এইগুলো রাখুন, জানলা খোলা রাখলেও ত্রিসীমানায় আসবে না
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল