শীতের আগেই ঠোঁট ফাটার সমস্যা বেড়ে যায়! নরম, গোলাপি ঠোঁট রাখতে জেনে নিন ঘরোয়া উপায়
- Published by:Tias Banerjee
Last Updated:
বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় ঠোঁট শুকিয়ে যায়, ফেটে যায় এবং জ্বালা করে। বাজারে পাওয়া রাসায়নিকযুক্ত লিপ বাম এড়িয়ে চলতে চাইলে ঘরেই তৈরি করতে পারেন প্রাকৃতিক উপাদানে ভরপুর লিপ বাম।
advertisement
1/8

শীত পড়লেই ঠোঁট ফাটার সমস্যা বাড়ে। ঠান্ডা হাওয়া ও বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় ঠোঁট শুকিয়ে যায়, ফেটে যায় এবং জ্বালা করে। বাজারে পাওয়া রাসায়নিকযুক্ত লিপ বাম এড়িয়ে চলতে চাইলে ঘরেই তৈরি করতে পারেন প্রাকৃতিক উপাদানে ভরপুর লিপ বাম।
advertisement
2/8
ঠান্ডা শুষ্ক হাওয়া যেমন ত্বকের আর্দ্রতা কেড়ে নেয়, তেমনই ঠোঁটেও এর প্রভাব পড়ে। ঠোঁট শুকিয়ে গেলে অনেকে তা বারবার জিভ দিয়ে ভিজিয়ে নেন, যাতে সাময়িকভাবে আর্দ্রতা আসে—কিন্তু এই অভ্যাসেই ঠোঁট আরও বেশি ফেটে যায় এবং রক্তপাত পর্যন্ত হতে পারে।
advertisement
3/8
ত্বক বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস থেকে লিপ ডার্মাটাইটিস নামে এক ধরনের সমস্যা হতে পারে, যা বেদনাদায়ক ও দেখতে অস্বস্তিকর।
advertisement
4/8
সাতনার ত্বক বিশেষজ্ঞ ডাঃ পুণীত আগরওয়াল জানান, আমাদের ত্বক থেকে প্রাকৃতিকভাবে এক ধরনের তেল (Sebum) উৎপন্ন হয়, যা ঠোঁট ও ত্বককে আর্দ্র রাখে। শীতকালে এই তেল উৎপাদন কমে যায়, ফলে ত্বক শুকিয়ে যায় ও ঠোঁট ফেটে যায়।
advertisement
5/8
ডাঃ আগরওয়াল বলেন, “অনেকে ঠোঁট বারবার জিভ দিয়ে ভিজিয়ে নেন, এতে আসলে আরও ক্ষতি হয়। লালারসে থাকা এনজাইম ঠোঁটের আর্দ্রতা শোষণ করে নেয়, যার ফলে ঠোঁট ফেটে যায়, জ্বালা করে ও রক্তপাত হয়।”
advertisement
6/8
যাঁরা বাজারের কেমিক্যালভরা লিপ বাম ব্যবহার করতে চান না, তাঁরা ঘরেই বানিয়ে নিতে পারেন দেশি লিপ বাম। ছোট একটি পাত্রে সামান্য ঘি গলিয়ে নিন। তাতে মেশান অ্যালোভেরা জেল, ভিটামিন ই তেল ও পছন্দের কোনও এসেনশিয়াল অয়েল। মিশ্রণটি ঠান্ডা হয়ে মসৃণ হলে ছোট কৌটোতে রেখে দিন।
advertisement
7/8
এই প্রাকৃতিক লিপ বাম ঠোঁটকে ময়েশ্চারাইজ করবে, ফাটা ঠোঁট সারাবে ও শীতের রুক্ষতা থেকে রক্ষা করবে। বিশেষজ্ঞরা আরও বলেন, বাইরে বেরোলে মুখ ঢেকে রাখুন—মাস্ক বা রুমাল দিয়ে ঠোঁটকে ঠান্ডা বাতাসের সংস্পর্শ থেকে বাঁচান। দিনে চার থেকে পাঁচবার লিপ বাম লাগানো এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করা জরুরি।
advertisement
8/8
মনে রাখবেন, শীতকালের ঠোঁটের যত্ন শুধু সৌন্দর্যের বিষয় নয়—এটি আপনার ত্বকের সুস্থতারও গুরুত্বপূর্ণ অংশ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
শীতের আগেই ঠোঁট ফাটার সমস্যা বেড়ে যায়! নরম, গোলাপি ঠোঁট রাখতে জেনে নিন ঘরোয়া উপায়